x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬১১ জন, মৃত ৩২ জন
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৭ লাখ ২৪ হাজার, আক্রান্ত ১ কোটি ৯৫ লাখেরও বেশি

পরিবর্তন করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের সময়সূচি

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৫

সাহস ডেস্ক

আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে শুরুর আগে সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার (১ ডিসেম্বর) বিসিবি থেকে জানানো হয়, আগের সময়সূচিতে দিনের প্রথম ম্যাচ শুরুর সময় ছিল বেলা সাড়ে ১২টায় এবং পরের ম্যাচ শুরুর কথা সন্ধ্যা সাড়ে ৫টায়। তবে শিশিরের কথা ভেবে ম্যাচের সময়সূচি পরিবর্তন করে প্রথম ম্যাচ দুপুর দেড়টায় এবং পরের ম্যাচ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

তবে পরিবর্তিত সময়সূচিতে কেবল শুক্রবারে জুমার নামাজের জন্য প্রথম ম্যাচ হবে দুপুর ২টায় এবং পরের ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়।

এই শিশিরের কারণে পরে হয়তো আবারও বদলে যেতে পারে বিপিএলের সময়সূচি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত