গেইলকে নেয়া হয়েছে প্রক্রিয়া মেনেই: বিসিবি

প্রকাশ | ২৭ নভেম্বর ২০১৯, ১৬:৫১ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯, ১৬:৫৫

অনলাইন ডেস্ক

এবার ‘বঙ্গবন্ধু বিপিএলে’ টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইলকে নিজেদের করে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যদিও সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার জানিয়েছেন বিপিএলে দল পাওয়া নিয়ে তার কাছে কোনও তথ্য নেই। উল্টো ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাবার কথা জানানো হয়েছে গেইলের পক্ষ থেকে।

আজ বুধবার (২৭ নভেম্বর) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন এ বিষয়টি নিয়ে কথা বলেছেন।

সুজন বলেন, ‘আমি কোনও নির্দিষ্ট প্লেয়ারের ব্যাপারে বলব না, আমি আপনাদের প্রক্রিয়াটা বলি। জাতীয় দলের কোনও প্লেয়ারের কোনও নাম যখন আসে আমরা স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনটেইন করি।’

তিনি আরো বলেন, ‘প্লেয়ার বা প্লেয়ারের এজেন্ট আগ্রহ দেখালে তার নাম চলে আসে। এবং এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। আপনারা বলার পরে আমরা চেক করে দেখেছি এটা প্রক্রিয়া মেনেই করা হয়েছে।’

গেইলের এমন মন্তব্যে বিসিবি বিস্মিত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমরা অবগত না যে কোন পরিস্থিতিতে এই কথাটা এসেছে। আমরা চেক করছি। প্লেয়ারদেরে এজেন্ট যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আপনারা জানেন এরমধ্যেই সংশ্লিষ্ট দলের সঙ্গে এজেন্টদের যোগাযোগ হচ্ছে। আশা করছি ঠিক হয়ে যাবে।’

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর জনপ্রিয় এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটটে নিজেদের পছন্দের খেলোয়াড় বেছে নিয়েছে দলগুলো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। আগামী ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর দুইদিন পর ১১ ডিসেম্বর থেকে শুরু হবে খেলা।