ড্র করেও নকআউটে ম্যানসিটি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৯, ১৩:৩৭

সাহস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ঘরের শাখতার দোনেস্কের বিপক্ষে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। তবে একই গ্রুপের অন্য ম্যাচে আতালান্তার বিপক্ষে দিনামো জাগরেব ২-০ গোলে হেরে যাওয়ায় গ্রুপ সেরা হয়ে আসরটির নকআউট পর্বে পৌঁছে গেছে ম্যানসিটি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে শাখতার দোনেস্কের বিপক্ষে ১-১ গোলে করে ম্যানসিটি।

এদিন শুরু থেকেই অবশ্য আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সিটি। তবে আক্রমণভাগের ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না পেপ গার্দিওলার শিষ্যরা। প্রথমার্ধে গোল শূন্য নিয়েই বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে এসে ম্যাচের ৫৬তম মিনিটে গোল করে সিটিজেনদে এগিয়ে নেন ইলকাই গুনদোগান। গাব্রিয়েল জেসুসের দারুণ এক পাসে এক প্রকার ফাঁকা পোস্টে শট নিয়ে গোলের দেখা পান এই মিডফিল্ডার। তবে ম্যাচের ৬৯তম শাখতারের হয়ে সলোমন গোল করলে সমতা নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

গ্রুপে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চি করেছে ম্যানচেস্টার সিটি। ৫ পয়েন্ট পাওয়া শাখতার দ্বিতীয়স্থানে আছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত