শেফিল্ডের বিপক্ষে রোমাঞ্চকর ড্র করেছে ম্যানইউ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৯, ১২:৫০

সাহস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে থেকেও স্বাগতিক শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর এক ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

রবিবার (২৪ নভেম্বর) রাতে ব্রামল লেন স্টেডিয়ামে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে ম্যানইউ।

এদিন ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় শেফিল্ড ইউনাইটেড। গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ফেরানো বলে শট করে গোলটি করেন জন ফ্লেক। পরে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় শেফিল্ড।

বিরতি থেকে ফিরে এসে ম্যাচের ৫২ মিনিটে আরও একটি গোল হজম করে ম্যানইউ। দূর পাল্লার শটে গোলটি করেন লিস মুসে।
এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ম্যাচের ৭২ থেকে ৭৯ মিনিটের মধ্যে তিনটি গোল শোধ দেয় দলটি।

ম্যাচের ৭২ মিনিটে ক্রস থেকে ভল্যিতে ব্র্যান্ডন উইলিয়ামস। ৭৭ মিনিটে মার্কাস র্যাশফোর্ডের দারুণ ক্রস গোলমুখে পেয়ে স্লাইড শটে বল জালে পাঠান খানিক আগেই বদলি নামা ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউড। আর ৭৯তম মিনিটে বাঁ দিক দিয়ে দারুণ গোছালো এক আক্রমণে র্যাশফোর্ড গোল করলে জয় দেখতে পায় ম্যানইউ।

তবে নির্ধারিত সময়ের শেষে ৯০ মিনিটে জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠিয়ে মূল্যবান ১ পয়েন্ট নিশ্চিত করেন শেফিল্ডের ফরোয়ার্ড ম্যাকবার্নি।

১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠেছে শেফিল্ড ইউনাইটেড। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে নবম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত