শুরুতেই তিন উইকেট হারাল বাংলাদেশ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৯, ১৮:৩৪

সাহস ডেস্ক

গোলাপি বলের দিবারাত্রী টেস্ট আজ দ্বিতীয় দিনে স্বাগতিক ভারতের দেয়া ২৪১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ। তবে শুরুতেই রানের খাতা না খুলেই উইকেট হারাল টাইগাররা।

শনিবার (২৩ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট খোয়াল বাংলাদেশ। দলীয় স্কোরে কোনো রান না তুলতেই ইশান্ত শর্মার বলে এলবি হয়ে ফেরেন শাদমান ইসলাম। এই ডানহাতি বোলার নিজের পরের ওভারেই মুমিনুল হককে বিদায় করেন শূন্য রানে। উইকেটরক্ষক ঋদ্ধিমান শাহাকে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। এরপর ফেরেন মোহাম্মদ মিথুন। ৬ রান করে উমেশ যাদবের বলে মোহাম্মদ সামির হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই টপঅর্ডার ব্যাটম্যান।

ব্যাট হাতে ক্রিজে আছেন ওপেনার ইমরুল কায়েস (৩) ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম।

এর আগে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে বোলিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই সেশনেই কোহলিসহ ৫ উইকেট তুলে নেয় টাইগাররা বোলাররা। তবে ভারত ৯ উইকেট হারিয়ে ৩৪৭ করার পর নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। যেখানে দলটির লিড ২৪১ রান।

প্রথম দিনে টসে জিতে সব উইকেট হারিয়ে ১০৬ রান করেছিল বাংলাদেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত