ঘণ্টা বাজিয়ে গোলাপী টেস্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও মমতা ব্যানার্জি

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৯, ১৩:৫২

সাহস ডেস্ক

কলকাতার ইডেন গার্ডেনসে ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করেছেন।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটে শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর সভাপতি সৌরভ গাঙ্গুলী কলকাতায় বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন সকাল ১০টা ১৫ মিনিটে।

এর আগে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ডিউ ফ্যাক্টরের চ্যালেঞ্জ মাথায় নিয়ে দিবারাত্রির ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়। দলে ঢুকেছেন আল আমিন ও নাইম। বাদ পড়েছেন তাইজুল, মেহেদী। ভারতীয় দলে কোন পরিবর্তন নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত