দিবারাত্রির টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৯, ১৩:৩৬

সাহস ডেস্ক

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো গোলাপি বলের দিবারাত্রির টেস্টে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার ২২ (নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনসে আজ ঐতিহাসিক টেস্ট খেলতে নেমেছে ভারত-বাংলাদেশ।

ইডেনের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিবারাত্রির এ টেস্ট যেহেতু শীতকালে হচ্ছে তাই সাধারণ টেস্ট ম্যাচের মতোই প্রথম সেশন শেষে লাঞ্চ এবং শেষ সেশনের আগে ২০ মিনিটের চা বিরতি দেওয়া হবে। আইসিসির নিয়ম অনুযায়ী, দুই দল আলোচনার ভিত্তিতে ‘প্লেয়িং কন্ডিশন’ পাল্টাতে পারে।

বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার তাইজুল ইসলামের জায়গায় খেলছেন পেসার আল-আমিন হোসেন। আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজের জায়গায় নাঈম হাসান।

বাংলাদেশ দল:
সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাঈম হাসান, আল-আমিন হোসেন, আবু জায়েদ, এবাদত হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত