বাংলাদেশকে ২২৯ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ১৩:৩৭

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে সৌম্য সরকার ও হাসান মাহমুদের দাপুটে বোলিংয়ে আফগানিস্তানের কাছ থেকে ২২৯ রানের টার্গেট পেয়েছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মিপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান।

এদিন টসে জিতে ফিল্ডিং বেছে নেয় স্বাগতিক বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১২৮ বলে ৭ চার ৭ ছক্কায় ১১৪ রান করে সৌম্য সরকারের বলের সাজ ঘরে ফিরেন দারওয়াই রসুলি। ৬৬ বলে ১ চার ২ ছক্কায় ৩৪ রান করে ফিরেন ওয়াহিদুল্লাহ শাফাক। এবং ২৭ বলে ৫ চারে ৩৩ রান করে ফিরেন তারিক স্টানিকজাই। এছাড়া আর তেমন কেউ ভালো করতে পারেনি।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও সৌম্যসরকার ৩টি করে এবং তানভির ইসলাম ২টি উইকেট নেন।

আফগানদের দেওয়া ২২৯ রানের জবাবে ব্যাট করতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।