নর্দার্ন ওয়ারিয়র্সকে হারিয়ে বাংলা টাইগার্সের টানা জয়

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯, ১৩:০৯

সাহস ডেস্ক

আবুধাবি টি-টেন লিগে নর্দার্ন ওয়ারিয়র্সকে হারিয়ে টানা দুই জয়ে লিগে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করছে বাংলাদেশের দল বাংলা টাইগার্স।

বুধবার (২০ নভেম্বর) শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নর্দার্ন ওয়ারিয়র্সকে ৬ রানে হারিয়েছে বাংলা টাইগার্স।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে বাংলা টাইগার্স। দলের হয়ে ভালোই সূচনা করেন টাইগার্সের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও রাইলি রুশো। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৪৬ রান। পঞ্চম ওভারে ক্রিস উডের বল ক্রিস গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রুশো। ১৫ বলে ৩ চারে ২১ রান করেন তিনি।

পরের ওভারেই রায়াদ ইমরিতের শিকার হন আরে ওপেনার ফ্লেচার। ফেরার আগে ১৫ বলে ২ চার ও ১ ছক্কায় ২২ রান করেন এ হার্ডহিটার।

এর পর বাকিরা দ্রুত সাজঘরের পথ ধরলে শেষের দিকে একটু হাল ধরেন রবি ফ্রাইলিং। তার ১২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৩৬ রানের হার না মানা ঝড়ো ইনিংসে ১০০ রান পূর্ণ করে বাংলা টাইগার্স।

নর্দানের হয়ে রায়াদ ইমরিত ২টি এবং নওয়ান প্রদীব, ক্রিস উড ও জুনায়েদ সিদ্দিক ১টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৬ রান করতে সক্ষম হয় নর্দান ওয়ারিয়র্স। দলের হয়ে একমাত্র আন্দ্রে রাসেল ছাড়া আর কেউই ভালো করতে পারেনি। ২৫ বলে ৩ চার ৩ ছক্কায় ৪১ রান করেন রাসেল। এর আগে ১৩ বলে ৩ চারে ১৫ রান সংগ্রহ করে সাজঘরে ফিরেন ওপেনার লেন্ডল সিমন্স।

টাইগার্সদের হয়ে ডেভিড ওয়াইস ৩টি এবং রবি ফ্রাইলিং, কায়েস আহমেদ ও টিসারা পেরেরা ১টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন রবি ফ্রাইলিং।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত