ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৯, ১৮:৫৪

এসিসি ইমার্জিং এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

বুধবার (২০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতকে মাত্র ৩ রানে হারিয়েছে পাকিস্তান।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সের্বাচ্চ ওমাইর ইউসুফ ৬৬, হায়দার আলী খান ৪৩, রোহাইল নাজির ৩৫ ও সাইফ বদর করেন ৪৭ রান।

বল হাতে ভারতের শিভম মাভি, সৌরভ দুবে ও ঋত্বিক শোকিন ২টি করে উইকেট তুলে নেন।

পাকিস্তানের দেওয়া ২৬৮ রানের জবাবে খেলতে নেমে নির্ধাতির ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ বেলুর রবি শরৎ ৪৭, সানবির সিং ৭৬ ও আরমান জাফর ৪৬ রান করেন।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ হাসনাইন ও সাইফ বদর দুটি করে এবং আহমদ বাট ও উমর খান একটি করে উইকেট তুলে নেন।

আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) একই মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচের বিজয়ীদের বিপক্ষে আগামী ২৪ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত