x

এইমাত্র

  •  হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী’র মৃত্যু

ভারত-বাংলাদেশ টেস্টের সব টিকিট শেষ, সমর্থকদের বিক্ষোভ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৯, ২৩:২০

সাহস ডেস্ক

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ‘ক্রিকেটপ্রেমীদের কথা ভেবে খারাপ লাগছে। কিন্তু টিকিট যদি বিক্রি হয়ে যায়, তাহলে তো আসন সংখ্যা বাড়ানো যাবে না। টেস্ট শুরুর আগেই প্রথম তিনদিনের টিকিট সব বিক্রি হয়ে গেছে। শুনে ভালোই লাগছে।’

আগামী শুক্রবার (২২ নভেম্বর) কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শুরু হবে এশিয়ার প্রথম গোলাপি বলের টেস্ট। ঐতিহ্যবাহী এই টেস্টের প্রথম তিনদিনের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়েছে গেছে।

সোমবার (১৮ নভেম্বর) ইডেন গার্ডেন্সে গিয়ে টিকিট না পেয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সমর্থকরা। ইতিমধ্যে অনলাইনে ৪২ হাজার টিকিট বিক্রি হয়েছে। টিকিটের জন্য বাড়ছে হাহাকার।

সৌরভ বলেন, ‘এবারের ইডেন টেস্ট একটা বড় পরীক্ষা। কারণ, এটা উপমহাদেশের প্রথম গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত