গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৯, ১৭:০০

সাহস ডেস্ক

এসিসি ইর্মাজিং এশিয়া কাপে ঘরের মাঠে নেপালকে হারিয়ে ‘বি’ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ দল।

সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে নেপালকে ৮ উইকেটে হারিয়ে বিশাল জয় তুলে নিয়েছে যুবা টাইগাররা।

এদিন টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। টসে হেরে আগে ব্যাট হাতে ব্যাট হাতে ৪৪.৩ ওভারে ১৩৮ রান সংগ্রহ করেছে নেপাল।

দলের হয়ে সর্বোচ্চ জ্ঞানেন্দ্র মাল্লা ২২ ও সোমাল কামি ৩৮ রান করেন। এছাড়া কেউই উল্লেখ যোগ্য স্কোর করতে পারেননি।

বাংলাদেশের হয়ে মিনহাজুল আবেদিন আফ্রিদি ও সুমন খান নেন তিনটি করে এবং তানভির ইসলাম ও মেহেদী হাসান দুটি করে উইকেট নেন।

নেপালের দেয়া ১৩৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৪ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ১৪০ রান তুলে নেয় লাল-সবুজরা।

দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান তুলে জয়ের ভীত গড়ে আউট হন ওপেনার নাঈম শেখ। পরে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত ছিলেন অধিনায়ক শান্ত। শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন ১৮ রান করা ইয়াসির আলী চৌধুরী।

নেপালের হয়ে করণ কেসি ও সুসান বারি একটি করে উইকেট তুলে নেন।

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত