লুক্সেমবার্গকে হারিয়ে ইউরোর মূলপর্বে রোনালদোর দল

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৯, ১৩:০৪

সাহস ডেস্ক

ইউরো ২০২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক লুক্সেমবার্গকে হারিয়ে মূলপর্ব নিশ্চিত করেছে পর্তুগাল।

১৭ নভেম্বর (রবিবার) জোসি বার্থেল স্টেডিয়ামে লুক্সেমবার্গকে ২-০ গোলে হারিয়েছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।

এদিন শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেন পর্তুগিজরা। ম্যাচের ৩৯ মিনিটে ফার্নান্দেসের গোলে লিড নেন তারা। সতীর্থ বের্নার্দো সিলভার পাস থেকে ডান পায়ের বজ্রগতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। এই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রোনালদোর দল।

বিরতি থেকে ফিরে এসেও আক্রমণের গতি সচল রাখেন পর্তুগিজরা। আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে দু’দল। তবে ম্যাচের ৮৬ মিনিটে জটলা থেকে পায়ের আলতো টোকায় বল জালে জড়ান পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে সিআর সেভেনের এটি ৯৯তম গোল।

এ জয়ে ‘বি’ গ্রুপ থেকে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ইউরোর মঞ্চ নিশ্চিত করেছে পর্তুগাল। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে মূলপর্ব আগেই নিশ্চিত করেছে ইউক্রেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত