টি-টোয়েন্টি সিরিজের হারটা এখনও হজম করতে পারিনি: পাপন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ১৩:৩৭

সাহস ডেস্ক

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতে বাকি দুই ম্যাচ টানা হেরে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। আর এই হারাটাকে এখনও পর্যন্ত মেনে নিতে পারছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘টেস্টের আগেই তো মন ভেঙে গেছে। অনেক আশা ছিল টি-টোয়েন্টি সিরিজটা আমরা জিতব। তৃতীয় ম্যাচটা নিশ্চিত জেতার। এই হারটা এখনও আমি নিজেই হজম করতে পারিনি। আমি বাসা থেকেই বের হইনি। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি কোথাও যেতেই চাই না। আমি এখনও নিজে এটা মেনেই নিতে পারছি না। এই ম্যাচটাও হারব।’

১৬ নভেম্বর (শনিবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লোগো উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পাপন বলেন, ‘নাইম, মিঠুন যদি এই রান করতে পারে, আমাদের টি-টোয়েন্টির বাকি যারা প্লেয়ার; যাদের এত বছর ধরে পরিচর্যা করছি, সবচেয়ে বেশি সময় ব্যয় করছি, এরা পারলো না কেন। হিসেব করে দেখেন সৌম্য, লিটন, মুশফিক, রিয়াদ; এদের চেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তো আমাদের আর নেই। এরা যদি ১০ রান করেও ৪০ রান করতো আমরা সেদিন ম্যাচ জিতে জেতাম।’

অভিজ্ঞদের কাছ থেকে ভালো পারফরম্যান্স না পাওয়াটা দুঃখজনক মনে করে পাপন বলেন, ‘ফাইনালে গিয়ে অভিজ্ঞদের কাছ থেকে যদি পারফরম্যান্স না পাই, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এরা কেউ তো খারাপ খেলোয়াড় না। জয় হয় না কেন জানি না, কী জানি ভারতের সঙ্গে এলে এটা বেশি হয়। একদম মনে-প্রাণে বিশ্বাস ছিল এবার আমরা জিতবই। কিন্তু হয়নি এবং সেই শোকই এখনও ভুলতে পারিনি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত