টেস্ট নিয়ে আলাদাভাবে দল করার চিন্তা করছে বিসিবি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ১৩:১৭

সাহস ডেস্ক

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘অমরা ওডিআইতে মোটামুটি দল, টি-টোয়েন্টিতে যে ঘাটতি ছিল বিশ্বকাপের আগে ঠিক করব। সে দিক দিয়ে চিন্তা করলে সবচেয়ে দুর্বল টেস্টে। ভারেতের টি-টোয়েন্টি দল থেকে শুধু রোহিত শর্মা আসছে। কিন্তু আমাদের প্রায় সবাই টেস্টে খেলছে। আসলে আলাদা মাইন্ডসেট করতে হবে। আলাদা টিম করতে হবে।’

১৬ নভেম্বর (শনিবার) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বিপিএলের লোগো উন্মোচন অনুষ্ঠানে গিয়ে এ কথা বলেন।

টেস্ট ক্রিকেটে পদার্পণের ১৯ বছর পার করেছে বাংলাদেশ। অথচ এই সময়েও বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বলার মতো কোনো উন্নতি হয়নি। যার প্রমাণ সম্প্রতি টেস্টে নবাগত আফগানিস্তানের কাছে ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ইনিংস ব্যবধানে পরাজয়।

পাপন বলেন, ‘আমরা যে প্ল্যানে এগোচ্ছি, তাতে এক থেকে দেড় বছর পর আমরা আশা করছি আমাদের একটা টেস্ট দল হবে। খেলা কেমন খেলবে জানি না, তবে একটা প্রোপার টেস্ট দল তৈরি করব।’

পেস বোলিং নিয়ে সভাপতি বলেন, ‘আমাদের আসল সমস্যা এখন পেস বোলিং। স্পিনে আমরা আহামরি কিছু ছিলাম না, হোমে (দেশের মাটি) ছাড়া। পেস বোলিংয়ে যেমন মোস্তাফিজ কিন্তু আমাদের টপেস বোলিংয়ে সাপোর্ট দিয়ে আসছিল। কিন্তু সেও কিন্তু ঠিক সেভাবে ধারাবাহিক হতে পারছে না। এখন এটা নিয়ে কাজ করতে হবে। বের করতে হবে কী করা যায়। এছাড়া দেখা যাক নতুন ছেলেরাও খারাপ করছে না।’

যে বিষয়টাতে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল, সেটাই পড়েছিল অবহেলাতে। তবে এবার টেস্ট নিয়ে আলাদাভাবে দল করার চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত