আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

আজ রাতে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা, ফিরছেন মেসি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৯, ২০:২৩

আজ সৌদি আরবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়েই ফিরবেন আর্জেন্টাই মহাতারকা লিওনেল মেসি। কনমেবলের দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ আজই শেষ হচ্ছে এই আর্জেন্টাইন অধিনায়কের।

আজ ১৫ নভেম্বর (শুক্রবার) রাত ১১টায় কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।

কনমেবলের দেওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে আকাশি-সাদা জার্সি গায়ে তিন মাস পর আবারও দেখা যাবে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসিকে। তিন দিন পর ১৮ নভেম্বর ইসরায়েলে উরুগুয়ের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচের দলেও আছেন মেসি।

এর আগে দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে (কনমেবল) ‘দুর্নীতিগ্রস্ত’ বলার জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। এ ছাড়া তাঁকে ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। শাস্তির বিপক্ষে আপিল করেও লাভ হয়নি।

গত কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হার ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে জয়ের পর কনমেবল কর্তাব্যক্তি ও সদস্যদের তুমুল সমালোচনা করেছিলেন মেসি। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ক্ষুদে জাদুকর লিওনেল মেসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত