রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগালের গোল উৎসব

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৯, ১৭:০৫

সাহস ডেস্ক

২০২০ উয়েফা ইউরো বাছাইয়ে ঘরের মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে লিথুয়ানিয়াকে বিদ্ধস্ত করে সহজ জয় তুলে নিয়েছে পর্তুগাল। আর এই হ্যাটট্রিকে আন্তর্জাতিক কেরিয়ারের নবম হ্যাট্রিকটি করে ফেললেন সিআরসেভেন।

১৪ নভেম্বর (বৃহস্পতিবার) এস্তাদিও আলগ্রাভে লিথুয়ানিয়াকে ৬-০ গোলে হারিয়েছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।

এদিন পুরো মাঠে আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। ম্যাচের ৭ মিনিটেই গোলের দেখা পায় পর্তুগাল। পেনাল্টি পেয়ে স্পট কিক করে গোলের খাতা খোলেন অধিনায়ক রোনালদো।

পরে ম্যাচের ২২ মিনিটে আসে দ্বিতীয় গোল। পরে ম্যাচের ৬৫ মিনিটে গোল করেন এই মহাতারকা। গঞ্জালোর পাস থেকে করা সেই গোলেই হ্যাট্রিক সম্পূর্ণ হয় সিআরসেভেনের।

রোনালদো ছাড়াও এদিন গোল করেন পিজি, গঞ্জালো ও সিলভা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫২ ও ৫৬ মিনিটে গোল করেন পিজি ও গঞ্জালো। এরপর ৬৩ মিনিটে গোল করেন সিলভা।

লিথুয়ানিয়া পর্তুগালের গোলের উদ্দেশে একটিও শট খেলতে পারেনি এদিন‌! সব মিলিয়ে আগাগোড়া আধিপত্য রেখে এই গুরুত্বপূর্ণ জয় পেল পর্তুগাল।

এদিনের তিন গোলের ফলে রোনালদোর গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ৯৮-এ। সেঞ্চুরির একদম কাছে পৌঁছে গিয়েছেন ফুটবলের মহাতারকা।

আগামী ১৭ নভেম্বর (রবিবার) লুক্সেমবার্গের বিরুদ্ধে মাঠে নামবে রোনালদো বাহিনী। তবে ওই ম্যাচে জয় পেলেই উয়েফা ২০২০-তে খেলার যোগ্যতা অর্জন করবে পর্তুগাল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত