টানা দুই ম্যাচ হেরে ফাইনাল থেকে ছিটকে গেল বাংলাদেশ

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৯, ১৮:২০

সাহস ডেস্ক

বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। তাতে করে ফাইনালের আশাও শেষ হয়েছে লাকি-সোহালিদের।

আজ ১২ নভেম্বর (মঙ্গলবার) চতুর্থ দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়।

প্রথম ম্যাচে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কিরগিজস্তান ৩-০ সেটে আফগানিস্তানকে হারায়। প্রথম সেট ২৫-০৬, দ্বিতীয় সেট ২৫-০৭ ও তৃতীয় সেট ২৫-১৫ পয়েন্টে জেতে কিরগিজস্তান। জয়ী দলের শুমকারবেকোভা আলিয়া সেরা খেলোয়াড় হয়েছেন।

দিনের দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে ৩-০ সেটে হারে বাংলাদেশ। প্রথম সেট ২৫-০৭, দ্বিতীয় সেট ২৫-০৬ ও তৃতীয় সেটে ২৫-০৬ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তিন ম্যাচে এক জয় ও দুই হারে প্রতিযোগিতার ফাইনালে খেলার আশাও শেষ হয়ে গেল স্বাগতিকদের।

ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন নেপালের খাদকা সুনিতা। টানা তিন জয়ে ফাইনালে উঠেছে নেপাল।

পরের খেলার সূচি:
১৩ নভেম্বর: দুপুর ১টায় মালদ্বীপ বনাম নেপাল এবং দুপুর ৩টায় বাংলাদেশ ও কিরগিজস্তান।
১৪ নভেম্বর: দুপুর ১টায় তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ এবং দুপুর ৩টায় ফাইনাল ম্যাচ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত