আমার মনে হয় না লিটন-মুস্তাফিজকে সুযোগ দেয়াটা ভুল: মাহমুদউল্লাহ

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯, ১৭:৩৬

সাহস ডেস্ক

বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘ক্রিকেটারদের খারাপ সময় আসে। আবার দুঃসময় পেছনে ফেলে এগিয়েও যায়। এ নিয়ে তাদের হয়রানি করা ঠিক নয়।’

তামিম-সাকিব না থাকায় ব্যাটিংয়ে লিটন দাস এবং সৌম্য সরকারে ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। আর দলের স্ট্রাইক বোলার ভাবা হচ্ছিল মোস্তাফিজুর রহমানকে। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি তারা। সৌম্য একটু ভালো খেললেও তিন ম্যাচেই ব্যর্থ হয়েছেন লিটন-মোস্তাফিজ। দলে এ ত্রয়ীর থাকা নিয়ে প্রশ্ন উঠলে মাহমুদউল্লাহ একথা বলেন।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় না, তাদের সুযোগ দিয়ে ভুল করা হচ্ছে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেটাররা খারাপ করলে সমর্থন দেয়া উচিত। কারো বাজে সময় গেলে তাদের পাশে দাঁড়ায় দল ও টিম ম্যানেজমেন্ট।’

তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারের ক্যারিয়ারে পাঁচ ছয়টা ম্যাচ খারাপ যায়। আমরা মোস্তাফিজের কাছ থেকে অনেক প্রত্যাশা করি। সে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। আমার মনে হয়, তাকে নিয়ে ভাবার সময় এখনো আসেনি। তার ফিরে আসা এক ম্যাচের ব্যাপার।’

মাহমুদউল্লাহ বলেন, ‘সৌম্য-লিটনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাদের সময় দিতে হবে। তারা একদিন অনেক ম্যাচ জেতাবে।’

প্রথম ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৮ উইকেটের বড় জয়ে সমতায় ফেরে ভারত। আর নির্ধারণী ম্যাচে টাইগারদের ৩০ রানে হারিয়ে ২-১ ব্যবধানে ব্যবধানে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছেন দীপক চাহার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত