স্টার অব দ্য ম্যাচ নাঈম

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯, ১২:৫২

সাহস ডেস্ক

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতেছে স্বাগতিক ভারত। তবে বাংলাদেশের হয়ে ৮১ রানের অসাধারণ ইনিংস খেলেছেন বাংলাদেশ ওপেনার নাঈম শেখ। মাত্র ৪৮ বলে ১০ চার ও ২ ছক্কায় নান্দনিক ইনিংসটা সাজান তিনি। এর সুবাদে স্টার অব দ্য ম্যাচ হয়েছেন বাঁহাতি ব্যাটার।

গতকাল ১০ নভেম্বর (রবিবার) নাগপুরে ভারতের বিপক্ষে ৩০ রানে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল।

দল জিতলে নিশ্চিতভাবে ইনিংসটি সাজিয়ে রাখতে পারতেন ২০ বছরের এ তরুণ। হাতে উঠতে পারত ম্যাচসেরার পুরস্কারও। স্বভাবতই বাংলাদেশ হেরে যাওয়ায় পুরস্কারটি কেবল সান্ত্বনার হয়ে থাকছে তার।

ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছেন দীপক চাহার। ৭ রানে ৬ উইকেট শিকার করেন তিনি। টি-টোয়েন্টির ক্রিকেট ইতিহাসে যা সেরা বোলিং ফিগার। ৮ রানে ৬ উইকেট নিয়ে ৭ বছর ধরে রেকর্ডটি দখলে রেখেছিলেন শ্রীলংকার মায়াবি স্পিনার অজন্তা মেন্ডিস।

রঙিন পোশাকে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১৭৪ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভারত। ব্যাটিংয়ে নেমে দ্রুত সাজঘরে ফেরেন নাঈমের ওপেনিং পার্টনার লিটন দাস। শিগগির রিক্তহস্তে ফেরেন সৌম্য সরকার। ১২ রানে ২ উইকেট হারানোর পর চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলকে ম্যাচে রাখেন এ সিরিজে অভিষিক্ত নাঈম। মোহাম্মদ মিঠুনের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৯৮ রান যোগ করেন তিনি। আশা দেখান প্রথমবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের।

তবে মিঠুনের বিদায়ে জুটি ভাঙলে সেই স্বপ্ন মিইয়ে যেতে থাকে। চরম ব্যর্থ হন মুশফিক-আফিফ-মাহমুদউল্লাহ। অপূর্ণতা রেখে ৮১ করে ফিরে যান নাঈমও। শেষ দিকে চাহারের পেস তাণ্ডবে এলোমেলো হয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৪৪ রানে গুটিয়ে যায় মাহমুদউল্লাহ বাহিনী। ১৫ ওভার পর্যন্ত সম্ভাবনা ধরে রাখা দলটি শেষ অবধি হারে ৩০ রানে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত