অবশেষে সিরিজ ঘরেই রাখল ভারত

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৯, ২৩:৪৮

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের অঘোষিত ফাইনাল ম্যাচে দিপক চাহারের দুর্দান্ত বোলিংয়ে সফরকারী বাংলাদেশকে হারিয়ে সিরিজ ঘরেই রেখে দিল স্বাগতিক ভারত।

আজ ১০ নভেম্বর (রবিবার) নাগপুরে বাংলাদেশকে ৩০ রানে হারিয়েছে রহিত শর্মার নেতৃত্বাধীন দল।

এদিন টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৭ চারে ৫২ রান করে আল-আমীনের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন লোকেশ রাহুল। পরে ৩৩ বলে ৩ চার ৫ ছক্কায় ৬২ রান করে সৌম্য সরকারের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন শ্রীয়াস ইয়ার। ১৩ বলে ৩ চারে ২২ রান করে অপরাজিত থাকেন মনিশ পান্ডে।

বাংলাদেশের হয়ে শফিউল ইসলাম ও সৌম্য সরকার ২টি করে এবং আল-আমীন ১টি উইকেট নেন।

স্বাগতিকদের দেওয়া ১৭৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৯.২ বলে সব উইকেট হারিয়ে ১৪৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ১০ চার ২ ছক্কায় ৮১ রান করে শিভাম ডিউবের বলে বোল্ট হয়ে সাজ ঘরে ফিরেন ওপেনার মোহাম্মদ নাইম এবং ২৯ বলে ২ চার ১ ছক্কা ২৭ রান করে দিপক চাহারের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন মোহাম্মদ মিথুন।

ভারতের হয়ে ৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন দিপক চাহার। শিভাম ডিউব ৩টি এবং জুভেন্দ্রা চাহাল ১টি উইকেট নেন।

অবশেষে বাংলাদেশকে ২-১ ব্যাবধানে হারিয়ে সিরিজ জিতল স্বাগতিক ভারত।

ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেন শিভাম ডিউব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত