বাংলাদেশকে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখল ভারত

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৯, ২২:৫১

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে সহজেই হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখল স্বাগতিক ভারত।

আজ ৭ নভেম্বর (বৃহস্পতিবার) দিল্লির রাজকোটে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ভারত।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২১ বলে ৪ চারে ২৯ রান করে রান আউট হন ওপেনার লিটন দাস। পরে ৩১ বলে ৫ চারে ৩৬ রান করে ক্যাচ আউট হয়ে ফিরেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম। ২০ বলে ২ চার ১ ছক্কায় ৩০ রান করে সাজঘরে ফিরেন সৌম্য সরকার।

পরে ২১ বলে ৪ চারে ৩০ রান করে চাহালের বলে শিভামের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে গত ম্যাচের জয়ের নায়ক মুশফিকুর রহিম আজ মাত্র ৪ রানেই গুটিয়ে যায়।

ভারতের হয়ে জুভেন্দ্রা চাহাল ২টি, খলিল আহমেদ, ওয়াশিংটন সুন্দর ও দিপক চাহার ১টি করে উইকেট নেন।

বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৪ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিক ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৪ চারে ৩১ রান করে আমিনুলের বলে বোল্ট হয়ে সাজ ঘরে ফিরেন ওপেনার শেখর ধাওয়ান। পরে আবারও আমিনুলের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেছেন বিগ উইকেট অধিনায়ক রহিত শর্মা। ৪৩ বলে ৬ চার ৬ ছক্কায় ৮৫ রানের একটি দুর্দান্ত হাফসেঞ্চুরি করেন রহিত। পরে ১৩ বলে ৩ চার ১ ছক্কায় ২৪ রান করে অপরাজিত থাকেন শ্রীইয়াস।

বাংলাদেশের হয়ে আমিনুল ২টি উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন রহিত শর্মা।

আগামী ১০ নভেম্বর (রবিবার) নাগপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত