ভারতকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৯, ২১:২১

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে স্বাগতিক ভারতকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

আজ ৭ নভেম্বর (বৃহস্পতিবার) দিল্লির রাজকোটে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মুখোমুখি হয় টাইগাররা।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২১ বলে ৪ চারে ২৯ রান করে রান আউট হন ওপেনার লিটন দাস। পরে ৩১ বলে ৫ চারে ৩৬ রান করে ক্যাচ আউট হয়ে ফিরেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম। ২০ বলে ২ চার ১ ছক্কায় ৩০ রান করে সাজঘরে ফিরেন সৌম্য সরকার।

পরে ২১ বলে ৪ চারে ৩০ রান করে চাহালের বলে শিভামের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে গত ম্যাচের জয়ের নায়ক মুশফিকুর রহিম আজ মাত্র ৪ রানেই গুটিয়ে যায়।

ভারতের হয়ে জুভেন্দ্রা চাহাল ২টি, খলিল আহমেদ, ওয়াশিংটন সুন্দর ও দিপক চাহার ১টি করে উইকেট নেন।

বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে স্বাগতিকরা।

বাংলাদেশের একাদশ:
লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আমিনুল ইসলাম এবং শফিউল ইসলাম।

ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋশভ পন্ত (উইকেট-রক্ষক), শিভাম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার এবং খলিল আহমেদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত