কস্তার শেষ মুহুর্তের গোলে জুভেন্টাসের নাটকীয় জয়

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ১৩:০৩

চ্যাম্পিয়নস লিগের ‘ডি’ গ্রুপে ম্যাচের অতিরিক্ত সময়ের একদম শেষ মুহুর্তে ব্রাজিলিয়ান তারকা দগলাস কস্তার গোলে রাশিয়ান ক্লাব লোকোমোটিভ মস্কোকে হারিয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

৬ নভেম্বর (বুধবার) দিবাগত রাতে লোকোমোটিভ স্টেডিয়ামে মস্কোকে ২-১ গোলে হারিয়েছে মাওরিসিও সারির শিষ্যরা।

এদিন ম্যাচের শুরুতেই লিড নেয় জুভেন্টাস। ম্যাচের তৃতীয় মিনিটে জুভিদের এগিয়ে নেন অ্যারন রামসে। রোনালদোর নেওয়া ফ্রি-কিক ক্লিয়ার করতে পারেননি স্বাগতিক গোলরক্ষক গিলেরমো। বল যখন গোললাইন অতিক্রম করছে তখনি আলতো টোকা দিয়ে রোনালদোর গোলে ভাগ বসান রামসে।

তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মস্কো। ম্যাচের ১২তম মিনিটের মাথায় হেড দিয়ে জুভিদের জালে বল জড়ান আলেকসেই মিরানচুক। পরে বিরতির আগে আর কোনো দল গোলের দেখা পায়নি। অবশেষে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে এসে আক্রণম পাল্টা আক্রমণ চালাতে থাকে দু’দল। ম্যাচের ৯০ মিনিটেও গোল পায়নি কেউ। তবে যোগ করা অতিরিক্ত সময়ে জুভিদের জয় এনে দেন ব্রাজিলিয়ান তারকা দগলাস কস্তা। ম্যাচের ৯০+৩ মিনিটে কস্তার গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস। আর ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছে লোকোমোটিভ মস্কো।