ভারত-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি বাতিল চান গম্ভীর

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৯, ১৩:১০ | আপডেট: ০১ নভেম্বর ২০১৯, ১৩:৩৫

অনলাইন ডেস্ক

দিল্লিতে অতিরিক্ত বায়দূষণের ফলে আগামীকাল রবিবারের ভারত বনাম বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাতিল চান ভারতের সাবেক ওপেনার ও বর্তমান সংসদ সদস্য গৌতম গম্ভীর। তিনি বলেন, দিল্লিতে ক্রিকেট বা অন্য কোনও ম্যাচ আয়োজনের চেয়ে এই মুহূর্তে দূষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিল্লিতে অনুশীলন করেছেন মুশফিক, রিয়াদ, লিটন, সৌম্যরা। তীব্র বায়ুদূষণের মধ্যেই অনুশীলন করতে হয়েছে তাদের। 

গম্ভীর আরও বলেন, দিল্লির বাসিন্দারা ক্রিকেটের চেয়ে দূষণের মাত্রা নিয়ে বেশি উদ্বিগ্ন। সমস্যা শুধু খেলায়াড়দের নয়, সাধারণ মানুষের ক্ষেত্রেও দূষণ চিন্তার ব্যাপার। এর কাছে ম্যাচ হওয়া বা না-হওয়া অত্যন্ত ছোট ব্যাপার।

এদিকে ওপেনার রোহিত শর্মা এক টুইটে বলেছেন, আমি সবে এসেছি। পরিস্থিতি কেমন তা বোঝার জন্য খুব একটা সময় পাইনি। আমি যত দূর জানি, ৩ নভেম্বর ঠিকই খেলা হবে। এখানে শ্রীলঙ্কার বিপক্ষে যখন টেস্ট খেলেছিলাম, তখন সমস্যা হয়নি কোনো।