পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ সালমা খাতুনরা

প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৯, ১৮:০১

তিন ম্যাচ নারী টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লড়াই করেও হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল।

৩০ অক্টোবর (বুধবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ২৮ রানে হেরেছে সালমা খাতুনরা।

এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ করেন ওপেনার জাভেইরা খান ও ওমাইমা সোহেল। ৪৮ বলে ৭টি চারে ৫৪ রানের একটি অনবদ্য হাফসেঞ্চুরি করেন ওপেনার জাভেইরা খান। এবং ২৯ বলে ২ চার ১ ছক্কায় ৩১ রান করেন ওমাইমা সোহেল।

টাইগ্রেসদের হয়ে জাহানারা আলম ৩টি, রুমানা আহমেদ ২টি ও পান্না ঘোষ ১টি করে উইকেট নেন।

স্বাগতিকদের দেয়া ১১৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৫ চারে ৩০ রান করেন নিগার সুলতানা। এছাড়া ২৬ বলে ৪ চারে ২৭ রান করেন ফারজানা হক।

পাকিস্তানি বোলারদের মধ্যে দুই উইকেট করে পান আনাম আমিন ও সাবা নাজির।

ম্যাচ সেরা হয়েছেন জাভেইরা খান এবং যৌথভাবে সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানি বিশমাহ মারুফ ও বাংলাদেশী জাহানারা আলম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত