সাকিব নেই, খেলাটা অনেক বড় চ্যালেঞ্জের: মুশফিক

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৯, ১৭:৪০

অনলাইন ডেস্ক

বাংলাদেশ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম বলেছেন, ‘সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার, তাকে ছাড়া খেলাটা তো অবশ্যই আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের।’

আজ ৩০ অক্টোবর (বুধবার) ভারত সফরের জন্য ঢাকা ছেড়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন মুশফিক।

মুশফিক বলেন, ‘সাকিবের বিকল্প আসলে এখনও আমাদের দলে নেই। তাকে অনেক বেশি মিস করব কারণ সাকিব আমাদের নাম্বার ওয়ান খেলোয়াড়।’

দলে নতুনদের সুযোগ পাওয়া নিয়ে উইকেটরক্ষক বলেন, ‘নতুন যারা দলে আসছে এটা এখন তাদের জন্য বড় অপরচুনিটি। ধরেন সাকিব যদি ইনজুরিতে থাকত বা অন্য কোনো কারণে সাকিব বা আমি অথবা অন্য কেউ যদি দলের বাইরে থাকত তাহলে আমাদের যেভাবে এগিয়ে যেতে হত এখনও আমাদের সেভাবেই এগিয়ে যেতে হবে।’

ভারতের বিপক্ষে মূল লক্ষটাই হচ্ছে ভালো খেলা, এ নিয়ে মুশি বলেন, ‘ক্রিকেট খেলায় আসলে আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন না। তবে ভালো রেজাল্টই আসলে ক্রিকেটকে আবারও ভালো জায়গায় নিয়ে আসবে। এমন একটা টিমের হোম গ্রাউন্ডে খেলবো আমরা চ্যালেঞ্জ তো থাকবেই। আর চ্যালেঞ্জ থাকলেই আসলে ভালো খেলাটা বের হয়ে আসে। তাই আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন ভালো খেলতে পারি, সেই সাথে সাকিবের জন্যও দোয়া চাই যেন সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারবে।’

তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুটি টেস্ট সিরিজ খেলতে ভারতে সফর করেছেন টাইগাররা। আগামী ৩ নভেম্বর দিল্লিতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সিরিজ। কলকাতায় দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে বাংলাদেশের ভারত সফর। কলকতা টেস্ট দিয়েই বাংলাদেশ এবং ভারত টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো দিবা রাত্রির টেস্ট ম্যাচ খেলবে।