এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়ালেন সাকিব

প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৯, ১২:৪০

সাহস ডেস্ক

এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েও তা গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। এমন ঘটনার পর পরই এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ অক্টোবর) এমসিসি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৭ সালে ইতিহাসের প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হন সাকিব। সম্মানিত এই পদটিতে শুধু ক্রিকেট বিশ্বের আইকনিক ব্যক্তিরাই সদস্য হিসেবে নিয়োগ পান।

ক্রিকেটের প্রচলিত নিয়ম-নীতির রক্ষাকারী এই সংস্থাটি সাধারণত সাবেক ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটারদের দ্বারা পরিচালিত। ক্রিকেটের বিভিন্ন ইস্যু সমাধানে ভূমিকা রাখে সংস্থাটি।

সাকিবের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এমসিসি চেয়ারম্যান মাইক গেটিং বলেন, সাকিবকে কমিটি থেকে হারিয়ে আমরা ব্যথিত। গত কয়েক বছরে সে এখানে অনেক অবদান রেখেছে। ক্রিকেটীয় চেতনার অভিভাবক হিসেবে আমরা তার পদত্যাগকে সমর্থন করি এবং বিশ্বাস করি- সে সঠিক সিদ্ধান্তটিই নিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত