খেলা দেখতে গিয়ে তিস্তা নিয়ে তিক্ততা কেন সৃষ্টি করব?

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৯, ১৭:৪১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্রিকেটকে আপনি নদিতে নিয়ে যাচ্ছেন কেন? আমি হয়ত কলকাতা টেস্টে টস হওয়ার পর বিকালে দেশে চলে আসব, ক্রিকেট খেলা দেখতে গিয়ে তিস্তা নিয়ে তিক্ততা কেন সৃষ্টি করব?’

আজ ২৯ অক্টোবর (মঙ্গলবার) গণভবনে ন্যাম সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ভারত-বাংলাদেশ টেস্ট দেখতে গিয়ে তিস্তা চুক্তি নিয়ে কথা হবে কিনা সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে ভারতে খেলা দেখতে যাচ্ছি। তিনি একজন বাঙালি কিংবদন্তি ক্রিকেটার। এখন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হয়েছেন। তিনিই আমাকে ফোন করে ভারত সফরে টেস্ট ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন।’

আগামীকাল ৩০ অক্টোবর (বুধবার) দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। টাইগারদের এই ভারত সফরে কলকাতায় টেস্ট ম্যাচ দেখতে আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত