সাকিবের ব্যাপারে খুব বেশি কিছু করার নেই: প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৯, ১৬:৫৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিসিবি সাকিবের পাশে আছে এবং সব রকমের সহযোগিতা দেবে। এই ধরনের ক্রিকেটারদের সঙ্গে জুয়াড়িরা যোগাযোগ করে। ওর (সাকিবের) যেটা উচিত ছিল, যখনই ওর সঙ্গে যোগাযোগ করেছে, ও খুব একটা গুরুত্ব দেয়নি। ফলে সে আইসিসিকে বিষয়টি জানায়নি। নিয়মটা হচ্ছে, ওর সঙ্গে সঙ্গে জানানো উচিত ছিল।’

আজ ২৯ অক্টোবর (মঙ্গলবার) গণভবনে ন্যাম সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এখানে সে (সাকিব) একটা ভুল করেছে। এক্ষেত্রে আপনারা জানেন, আইসিসি যদি কোনও ব্যবস্থা নেয়, এখানে আমাদের খুব বেশি কিছু করার সুযোগ থাকে না। তবু আমরা বলব, বিশ্ব ক্রিকেটে তার একটা অবস্থান আছে। একটা ভুল সে করেছে এবং সেটা সে বুঝতেও পেরেছে। এখানে খুব বেশি করার কিছু নেই আমাদের।’

এ ছাড়া ক্রিকেটারদের দাবিদাওয়ার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘তাদের যদি দাবিদাওয়া থাকত, তাহলে পূর্বেই জানাতে পারত। বিসিবিকে জানাতে পারত। কিন্তু সেটা করেনি। কথা নেই বার্তা নেই, ধর্মঘটের ডাক দিয়েছে। আমি এর আগে কখনো শুনিনি ক্রিকেট খেলোয়াড়েরা ধর্মঘট করে। আর ধর্মঘট করতে হলে তো আগে দাবিদাওয়া উত্থাপন করে, একটা সময় দেয়, নোটিশ দেয়, তারপর করে। পরে আলোচনা হয়েছে, তারা গেছে এবং মিটমাট করা হয়েছে সে সমস্যা। এ সমস্যা আর নেই। আমরা বা বিসিবি খেলোয়ারদের যেভাবে সমর্থন দিই, পৃথিবীর খুব কম দেশ তা করে।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিপক্ষে অভিযোগ উঠেছে জুয়াড়িদের কাছে প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করেছেন, অথচ আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (আইসিসি) বিষয়টা জানাননি সাকিব। বিষয়টি নিয়ে আইসিসি তদন্ত করছে। এই খবরে তোলপাড় তো হচ্ছেই, বিসিবিও ভীষণ এক অস্থির সময় কাটাচ্ছে। বিসিবি চেষ্টা করছে উদ্বেগ চেপে রাখতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত