ইতিহাসে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউ গিনি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৯, ১৭:৩৮

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে কেনিয়াকে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো পাপুয়া নিউগিনি।

২৭ অক্টোবর (রবিবার) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কেনিয়াকে ৪৫ রানে হারিয়েছে ওশেনিয়া অঞ্চলের দেশটি।

এদিন টসে জিতে আগে পাপুয়া নিউ গিনিকে ব্যাটিংয়ে পাঠায় কেনিয়া। আগে ব্যাট করতে ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১১৮ রান করে পাপুয়া নিউ গিনি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন নরম্যান ভানুয়া। ৪৮ বলে ৫৪ রানের দুর্দান্ত এক হাফসেঞ্চুরি করেন নরম্যান ভানুয়া।

কেনিয়ার হয়ে সর্বোচ্চ এমানুয়েল বান্ডি ৪টি এবং লুকাস ওলাস ও কলিন্স ওবাইয়া ২টি করে উইকেট নেন।

পাপুয়াদের ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৭৩ রান করে কেনিয়া। দলের হয়ে সর্বোচ্চ ২২ বলে ২৯ রান করেন ইরফান করিম।

পাপুয়াদের হয়ে সর্বোচ্চ আসাদ ভালা ও নশিনা পোকানা ৩টি করে এবং ডেমিন রাভু ২টি উইকেট নেন।

অবশেষে কেনিয়াকে ৪৫ রানে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি যোগ দিল পাপুয়া নিউগিনি।

অন্যদিকে ‘বি’ গ্রুপে জার্সির বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে হেরে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে পারলো না ওমান। তারা হেরে যাওয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড।

বাছাইপর্বের নিয়ম অনুযায়ী দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি পাবে বিশ্বকাপে খেলার টিকিট। এছাড়া দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দল খেলবে প্লে’অফ। এরপর সেখান থেকে দুই দল পাবে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত