বায়ুদূষণের শঙ্কায় ভারত-বাংলাদেশের প্রথম ম্যাচ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৯, ১৬:৪১

সাহস ডেস্ক

দীপাবলি উৎসবের সময় দিল্লির বায়ুদূষণের মাত্রা তীব্রতর হওয়ায় আগামী নভেম্বরে ভারত সফরের প্রথম ম্যাচ শঙ্কায় পড়েছে।

আগামী ৩ নভেম্বর (রবিবার) ভারত সফরের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দিল্লিতেই মাঠে নামবে বাংলাদেশ।

এই বায়ুদূষণকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ইতিমধ্যেই দিল্লির বাতাসকে ‘খুব খারাপ’ হিসেবে চিহ্নিত করেছে। একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, দিল্লির বাতাসে দূষণের মাত্রা ৩০১-৪০০, যা শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। সে কারণেই বাংলাদেশের বিপক্ষে ৩ নভেম্বরের ম্যাচটির ভেন্যু নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা আশ্বস্ত করেছেন, দিল্লির বায়ুদূষণ ক্রিকেটারদের ওপর কোনো প্রভাব রাখবে না, ‘দীপাবলির এক সপ্তাহ পরে এই ম্যাচ। তাই ধরে নেওয়া যেতে পারে এই ম্যাচে খেলোয়াড়দের ওপর বায়ুদূষণ কোনো প্রভাব তৈরি করবে না। আমরা জানি দীপাবলি উৎসবের পর দিল্লির বায়ুদূষণের মাত্রা এমনিতেই বেড়ে যায়। তবে এটাও ঠিক, দীপাবলি–সংক্রান্ত কোনো কিছুই আমাদের হাতে নেই।’

তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী নভেম্বরে ভারতে সফর করবে বাংলাদেশ। আগামী ৩ নভেম্বরে দিল্লির মাঠে তিন ম্যাচ টি-টোয়ির প্রথম ম্যাচ দিয়েই শুরু হওয়ার কথা রয়েছে এই সিরিজের।

২০১৭ সালের ডিসেম্বর মাসেই সেই তিক্ত অভিজ্ঞতায় বিব্রতকর অবস্থায় পড়তে বাধ্য হয়েছিল বিসিসিআই। সে ম্যাচের কথা মাথায় রেখে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচটি দিল্লিতে না করে অন্য কোনো শহরে আয়োজন করা যেত কি না? এমন প্রশ্নেরও জবাব দিতে হয়েছে বিসিসিআইয়ের সে কর্তাকে। উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশ দল উত্তরে দিল্লি দিয়ে সফর শুরু করবে আর পূর্বের কলকাতায় টেস্ট খেলে দেশে ফিরে যাবে। সফরের সূচি সেভাবেই করা হয়েছে। বাংলাদেশ উত্তর থেকে শুরু করে পশ্চিমে যাবে (নাগপুর, রাজকোট, ইন্দোর) এরপর যাবে পূর্বে (কলকাতা)। মনে হয় না বায়ুদূষণ কোনো সমস্যা তৈরি করবে। বাংলাদেশ সফরের সময় পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা যেন জমির আগাছা না পোড়ান, সে ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে এই রাজ্যের সরকারকে।’

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত