ওয়ালটন অ্যাম্বাসি কাপ চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৯, ১৬:০১

সাহস ডেস্ক

ওয়ালটন অ্যাম্বাসি কাপ ফুটবল ফাইনালের রোমাঞ্চকর ম্যাচে সৌদি আরবকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ কোরিয়া।

২৬ অক্টোবর (শনিবার) বিকেলে রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স মাঠে সৌদিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। এর আগে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করেছে দু’দল।

এর আগে ২৫ অক্টোবর (শুক্রবার) ঢাকার উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে শুরু হয় দু’দিনের এ টুর্নামেন্ট। 

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

শনিবার দ্বিতীয় দিনে প্রথম সেমিফাইনালে জাতিসংঘ দলকে ট্রাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে কোরিয়া। আর সুইডেনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে দক্ষিণ কোরিয়ার সঙ্গী হয় সৌদি আরব। ১-১ গোলে ড্র হলে ফাইনাল গড়ায় ট্রাইব্রেকারে। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে সৌদি আরবকে হারিয়ে শিরোপা অক্ষুণ্ন রাখে কোরিয়া। আর রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় সৌদি আরবকে।

টুর্নামেন্টে দৃঢ় হাতে গোলপোস্ট আগলে রেখে গ্লোল্ডেন গ্ল্যাভস পান কোরিয়ার গোলরক্ষক। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন সৌদি আরবের ফরোয়ার্ড সাদ। আর গোল্ডেন বল পান সুইডেনের নারী ফুটবলার জোহানা জনসন। 

‘স্পোর্টস ফর পিস’ স্লোগানে শুক্র ও শনিবার চলে ওই প্রতিযোগিতা। এতে অংশ নেয় যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, সুইডেন, নরওয়ে, কোরিয়া, ইরাক, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মালদ্বীপ, ভুটান, ফিলিস্তিন দূতাবাসের ১৩টি দল। ছিল জাতিসংঘ, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কূটনৈতিক পুলিশের তিনটিসহ মোট ১৬ দল। 

প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আর্চবিশপ জর্জ কোচারি। বিশেষ অতিথি ছিলেন আমর্ড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসেন, ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, এফ এম ইকবাল বিন আনোয়ার প্রমুখ।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা-পরিচালক শাহ আহমেদ শফী, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট (আইবিইউ) প্রেসিডেন্ট অ্যাডওয়ার্ড কিম প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত