ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে বাংলাদেশ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৯, ১৭:৩৯

সাহস ডেস্ক

এবার রেটিং পয়েন্ট বাড়িয়ে সর্বশেষ প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ৯২০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮৪ নম্বরে। এর আগে ৯১২ পয়েন্ট নিয়ে ১৮৭ নম্বরে ছিল জামাল ভূঁইয়ার দল।

গত এক মাসে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার দুটি ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ, অন্য দুটি বিশ্বকাপ বাছাইপর্বে কাতার ও ভারতের বিপক্ষে। ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ জিতলেও বাছাইপর্বে কাতারের কাছে হেরেছে বাংলাদেশ, কলকাতায় ভারতের বিপক্ষে করেছে ড্র। তবে র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দুই দল কাতার ও ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে সবার।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিপক্ষে ড্র করা ভারত দুই ধাপ পিছিয়ে নেমে গেছে ১০৬ নম্বরে। বাংলাদেশের কাছে দুই ম্যাচেই হারা ভুটান পিছিয়েছে ৪ ধাপ, দলটি নেমে গেছে ১৮৯-এ। 

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ যথারীতি বেলজিয়াম। ফ্রান্স, ব্রাজিল ও ইংল্যান্ড ধরে রেখেছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান। ব্রাজিল না এগোলেও দেশটির দুই প্রতিবেশী উরুগুয়ে (৫ম) ও আর্জেন্টিনা (৯ম) এগিয়েছে এক ধাপ করে।

ফিফা র‍্যাঙ্কিং (শীর্ষ ১০):
পয়েন্ট
১ (-) বেলজিয়াম ১৭৫৫
২ (-) ফ্রান্স ১৭২৬
৩ (-) ব্রাজিল ১৭১৫
৪ (-) ইংল্যান্ড ১৬৫১
৫ (+১) উরুগুয়ে ১৬৪২
৬ (-১) পর্তুগাল ১৬৩২
৭ (+১) ক্রোয়েশিয়া ১৬৩১
৮ (-১) স্পেন ১৬২৫
৯ (+১) আর্জেন্টিনা ১৬১৭
১০ (-১) কলম্বিয়া ১৬১৫

দক্ষিণ এশিয়ার সাত দল:
পয়েন্ট
১০৬ (-২) ভারত ১২০১
১৫৪ (-১) মালদ্বীপ ১০৩৯
১৭১ (-৬) নেপাল ৯৮৮
১৮৪ (+৩) বাংলাদেশ ৯২০
১৮৯ (-৪) ভুটান ৯১১
২০১ (+২) পাকিস্তান ৮৬৭
২০৩ (-১) শ্রীলঙ্কা ৮৬৪

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত