১৩ দফা দাবি

বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ২৩:৪১

১৩ দফা দাবি নিয়ে মিরপুরে বিসিবির সাথে ক্রিকেটারদের বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করেছেন জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা।

আজ ২৩ অক্টোবর (বুধবার) রাতে মিরপুরে বিসিবির সাথে ১৩ দফা দাবি নিয়ে ক্রিকেটারদের সাথে বৈঠক হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, ‘ক্রিকেটারদের উত্থাপিত সব দাবি মেনে নেয়া হয়েছে, দ্রুতই তা কর্যকর করা হবে। ক্রিকেটাররাও ঘোষণা দিয়েছেন, যথারীতি তারা স্বাভাবিক ক্রিকেট কার্যক্রমে ফিরে আসবেন।'

কোয়াব ইস্যু নিয়ে তিনি বলেন, কোয়াব ইস্যু বিসিবির আওতার বাইরে।

তিনি আরো বলেন, ‘বোর্ডের আয়ের লভ্যাংশ নিয়ে আলোচনা হয়নি’

আজ যোগ হওয়া দুটি অতিরিক্ত দাবি (রাজস্বের ভাগ ও নারী ক্রিকেটারদের সম মর্যাদা) নিয়ে পরবর্তী সময় আলোচনার আশ্বাসও দিয়েছেন বিসিবি প্রধান।

সাকিব আল হাসান বলেন, ‘বিসিবির সাথে আলোচনা ফলপ্রসু হয়েছে।’

জানা গেছে, বিসিবির বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করেছেন জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা। ফলে আগামী শুক্রবার (২৫ অক্টোবর) থেকে ভারত সফরের অনুশীলন ক্যাম্পে যোগ দিচ্ছেন তাঁরা। জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে শনিবার থেকে।

এর আগে ১৩ দফা দাবি নিয়ে সন্ধ্যায় গুলশানের সিক্স সিজন্স হোটেলে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা। তাদের হয়ে এই দাবিগুলো উত্থাপন করেন আইনি পরামর্শক ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত