বোকাকে ‘বোকা বনে’ পাঠিয়ে ফাইনালে রিভার প্লেট

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ১৬:৪৭

মহাদেশসেরা ক্লাব হওয়ার লড়াই কোপা লিবার্তোদোরেসের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার দুই পরাশক্তি ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট। এই ম্যাচে বোকা জুনিয়র্সের বিপক্ষে হেরেও ফাইনাল নিশ্চিত করেছে রিভার প্লেট। 

২৩ অক্টোবর (বুধবার) লা বোম্বানেরা স্টেডিয়ামে বোকা জুনিয়র্সের বিপক্ষে ১-০ গোলে হেরেছে রিভার প্লেট। এর আগে সেমির প্রথম লেগে রিভার প্লেটের কাছে ২-০ গোলে হেরেছিল বোকা জুনিয়র্স।

ফাইনালে উঠতে হলে ন্যূনতম তিন গোলের ব্যবধানে জিততে হতো বোকা জুনিয়র্সের। সেটি তারা করতে পারেনি। নিজেদের মাঠে ১-০ গোলে রিভার প্লেটকে ঠিকই হারিয়েছে তারা। কিন্তু দুই লেগ মিলিয়ে স্কোর লাইন ২-১ থাকায় শ্রেয়তর গোল ব্যবধানে ফাইনালে উঠেছে রিভার প্লেট।

এদিন ম্যাচের ২১তম মিনিটে সালভিওর একটি দুর্দান্ত শট জালে জড়ায়। কিন্তু পরে দেখা যায়, গোল হওয়ার আগে বোকার মিডফিল্ডার অগাস্টিন আলমেন্দ্রা ও ডিফেন্ডার ইমানুয়েল মাস, দুজনের হাতেই বল লাগে। ফলে সেই গোল বাতিল হয়। তবে প্রথমার্ধে গোল শূন্যতে মাঠ ছাড়ে দু’দল।

বিরতি থেকে ফিরে এসে খেলার ধার বাড়ায় দু’দল। তবে গোলের দেখা পেতে সময় লাগে ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত। ভেনেজুয়েলার স্ট্রাইকার ইয়ান কার্লোস হুর্তাদোর গোলে ম্যাচে এগিয়ে যায় বোকা।

পরে আর কোনো গোল দিতে পারেনি তারা। বোকার আক্রমণভাগের দুর্বলতা এ ম্যাচে বেশ চোখে পড়েছে। বেশ কিছু সুযোগ পেয়েও গোল করতে পারেনি বোকার স্ট্রাইকাররা। ফলে ম্যাচ হারলেও দুই লেগ মিলিয়ে ২-১ গোল ব্যবধানে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন রিভার প্লেট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত