আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে বরণ করা হয়েছে গাঙ্গুলীকে

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ১৫:৪৪

সাহস ডেস্ক

মুম্বাইতে বিসিসিআইয়ের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি হিসেবে বরণ করে নেওয়া হলো সৌরভ গাঙ্গুলীকে। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সৌরভের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার ফলে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ)-এর মেয়াদ শেষ হয়েছে। বিসিসিআইয়ে অরাজক পরিস্থিতি নিরসন করার জন্য ৩৩ মাস আগে এ কমিটি নিযুক্ত করেছিল দেশটির সুপ্রিম কোর্ট।

আজ ২৩ অক্টোবর (বুধবার) আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সৌরভ।

ভারতের সব রাজ্য সংস্থা সৌরভকেই বেছে নিয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র একমাত্র ছেলে জয় শাহকে নিয়োগ দেওয়া হয়েছে বোর্ডের সচিব হিসেবে। ওদিকে অরুণ ধুমল হয়েছেন বোর্ডের কোষাধ্যক্ষ। ধুমাল আবার বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই।

সৌরভের আগে ভারতের আর কোনো অধিনায়ক বিসিসিআইয়ের সভাপতি হননি। ভারতের অন্যতম সফল এ অধিনায়ক বোর্ডের ৩৯তম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁর আগে জগমোহন ডালমিয়া, এন শ্রীনিবাসন, শশাঙ্ক মনোহর, শরদ পাওয়ার প্রমুখ এ দায়িত্ব পালন করে গিয়েছেন। লোঢা সংস্কারের কারণে এ পদে দশ মাস থাকবেন সৌরভ।

প্রশাসক হিসেবে এটাই কিন্তু সৌরভের প্রথম দায়িত্ব নয়। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনেও গত পাঁচ বছর ধরে কাজ করছেন তিনি। ফলে ক্রিকেট প্রশাসন সম্পর্কে এর মধ্যে বেশ ভালো ধারণা হয়ে গিয়েছে তাঁর। এ ছাড়া বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন তিনি।

গত ১৩ অক্টোবর রবিবার ভারতের মুম্বাইয়ে বিসিসিআইয়ের অনানুষ্ঠানিক এক সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা সৌরভকে বিসিসিআইয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। সেদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে দেশটির অন্যান্য রাজ্যের বোর্ডগুলোর সদস্যরা সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট করার বিষয়টি চূড়ান্ত করেন।

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত