অভিযানটা ভালো হয়নি বসুন্ধরা কিংসদের

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ১২:২৬

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ‘বি’ গ্রুপে ভারতের শ্রী গোকুলাম কেরালা এফসি’র বিপক্ষে হেরে অন্যতম ফেবারিট বসুন্ধরা কিংসদের অভিযানটা ভালো হয়নি।

২২ অক্টোবর (মঙ্গলবার) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে কেরালা এফসি’র বিপক্ষে ৩-১ গোলে হেরেছে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

এদিন ম্যাচের শুরুতে লাগামটা ছিল বসুন্ধরা কিংসের হাতে। একের পর এক আক্রমণ শানালেও কেরালার রক্ষণ দেয়াল ভাঙতে পারছিলেন না কলিন্দ্রেস-জালালরা। ম্যাচের ১৩তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের ক্রস থেকে দলকে এগিয়ে দিতে পারতেন কোস্টারিকান ফরোয়ার্ড কলিন্দ্রেস। কিন্তু কেরালার রক্ষণ বাধা হয়ে দাঁড়ায়।

ম্যাচের ২৩তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ধরে ওয়ান টু ওয়াস পাস খেলে কেরালার ডি-বক্সে ঢুকে পড়েন কলিন্দ্রেস-জালাল। তবে এবারও সুযোগ ফসকে যায় তাদের। ম্যাচের ২৫ মিনিটে উল্টো গোল হজম করে বসে বসুন্ধরা। কেরালাকে এগিয়ে দেন হেনরি কিসেক্কা। সমতায় ফিরতে আক্রমণে ধার বাড়ায় ব্রুজোনের দল। কিন্তু ভাগ্য কোনোভাবে সহায় হয়নি তাদের।

ম্যাচের ৩০তম মিনিটে দ্বিতীয়বার পিছিয়ে পড়ে বসু্‌ন্ধরা। ফ্রি-কিক থেকে বাঁকানো শটে অনবদ্য গোল করেন মিডফিল্ডার নাথানিয়েল জুড গার্সিয়া। দুই গোলে পিছিয়ে পড়েও হতাশ হয়নি ব্রুজোনের দল। শেষে ২-০ গোল নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে এসে বসুন্ধরার সমতায় ফেরার চেষ্টার আত্মবিশ্বাসে আরেকবার আঘাত হানেন হেনরি কিসেক্কা। ৪৬ মিনিটে জোড়া গোল পূরণ করেন তিনি। কেরালা লিড নেয় ৩-০ ব্যবধানে।

ম্যাচের ৫৭ মিনিটে বিপলুর পবিবর্তে মাঠে নামেন মতিন মিয়া। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় কিংসরা। ম্যাচের ৭৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় ব্রুজোনের দল। বদলি ফরোয়ার্ড কিংসলে এলিটার শট কেরালার গোলপোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে শট নেন মতিন মিয়া। এর দুই মিনিট পরেই কিংসলের আরেকটি শট লাগে প্রতিপক্ষের গোলপোস্টে। অবশেষে নির্ধারিত সময়ের মধ্যে ৩-১ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত