খেলোয়াড়রা ক্যাম্পে যোগ না দিলে কিছু করার নেই: পাপন

প্রকাশ : ২২ অক্টোবর ২০১৯, ১৬:৩৩

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘ক্যাম্প শুরু হচ্ছে, খেলোয়াড়েরা যদি যোগ দেয় তো দেবে, নয়তো দেবে না। ক্যাম্পে যদি যোগ না দেয় তাহলে কিছু করার থাকবে না। হ্যাঁ, ওরা বসতে চাইলে আমরা রাজি আছি।’

আজ ২২ অক্টোবর (মঙ্গলবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলোয়াড়দের ১১ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন পাপন। এসময় ক্রিকেটারদের এমন আচরণে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

বিসিবি প্রধান বলেন, ‘কাল টিভিতে দেখলাম, পত্র-পত্রিকায় দেখলাম, খেলোয়াড়রা কিছু দাবি-দাওয়া দিয়েছে এবং খেলা থেকে ধর্মঘটে গেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, খেলোয়াড়দের কাছ থেকে এমন হতে পারে। আমি আসলে বিস্মিত।’

গতকাল সোমবার হঠাৎ ১১ দফা দাবি নিয়ে ধর্মঘট করেন জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা। তাদের দাবি মেনে না নিলে তারা কোনো ধরণের খেলা বা ক্যাম্পে অংশগ্রহণ করবে না। অথচ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের জন্য ২৫ অক্টোবর শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প।

খেলোয়াড়দের স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা দাবি পেশ করেছে তারা। এর পর আজ মঙ্গলবার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মলনে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আরো আসছে...

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত