ক্রিকেটারদের আন্দোলনের বিষয়ে কিছুই জানি না: নিজামউদ্দীন চৌধুরী

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ১৮:৪২

সাহস ডেস্ক

দেশের ক্রিকেটে বিভিন্ন অনিয়ম ও নিজেদের দাবি-দাওয়া নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের ক্রিকেটাররা। ১১ দফা দাবি নিয়ে করেছেন সংবাদ সম্মেলও। যদিও ক্রিকেটারদের পক্ষ থেকে এমন কিছু আসবে- তা ঘুর্ণাক্ষরেও জানা ছিল না কারো।

২১ অক্টোবর (সোমবার) দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে নিজেদের দাবি-দাওয়া পেশ করলেন সাকিব–তামিম–মুশফিকসহ অন্যান্য ক্রিকেটাররা।

এ বিষয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন প্রকাশ্যে মিডিয়ার সামনেই বলেছেন, ‘ক্রিকেটারদের আন্দোলনের বিষয়ে আমরা কিছুই জানি না। ক্রিকেটাররা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে আগে থেকে কিছুই জানায়নি।’

ক্রিকেট অপরেশন্স কমিটির চেয়ারম্যান এবং বোর্ডের অন্যতম নীতি নির্ধারক আকরাম খানসহ আরও কয়েকজন পরিচালকের সাথে কথা বলে জানা গেছে, ‘ক্রিকেটাররা ভিতরে ভিতরে ফুঁসছেন, নিজেদের দাবিতে সোচ্চার হয়ে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছেন- এমন খবর মিডিয়ায় আসে আজ বেলা পৌনে একটার দিকে।’

জানা গিয়েছিল, জাতীয় দলের বর্তমান সদস্যসহ প্রথম শ্রেণির ক্রিকেটাররা বেলা দুইটার দিকে বোর্ডে আসবেন এবং আগে সাংবাদিকদের সাথে মত বিনিময় করে নিজেদের মনোভাব জানাবেন। এদিকে ক্রিকেটাররা মিডিয়ার সামনে ১১ দফা দাবি তোলার অল্প কিছুক্ষণ পরই মিডিয়ার সামনে আসেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।

বিসিবি প্রধান নির্বাহীর বলেন, ‘আমরা জানতে পেরেছি মুলতঃ মিডিয়ার মাধ্যমেই। আমাদের সাথে কথা হয়নি। আমি আবারও বলছি প্লেয়াররা আমাদের বড় সম্পদ। প্লেয়ারদের বিভিন্ন দাবি আমরা গুরুত্বের সাথে দেখে থাকি। বিভিন্ন সময় সে সব দাবি মানার চেষ্টাও করা হয়েছে; কিন্তু আজ যা বলা হলো, তা আমরা আজকেই জেনেছি। তাও আপনাদের মানে মিডিয়ার কাছ থেকে। আমরা মাত্র জানলাম। তারপরও ফর্মালি কিছু জানতে পারিনি। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি আমরা দেখবো।’

সিইওর কন্ঠে, বসেই সব বিষয়ের সমাধান করার আশ্বাস। নিজামউদ্দীন চৌধুরী সুজন কিছুতেই মানতে নারাজ যে, এটা কোনো বিদ্রোহ। তার ভাষায়, ‘না না, এটা কোন বিদ্রোহ নয়। প্লেয়াররা বোর্ডেরই পার্ট।’

তিনি আরো বলেন, ‘তারা তাদের দাবি ও চাওয়া-পাওয়ার কথা প্রকাশ করেছে। আমরা চেষ্টা করবো বসে এবং বোর্ডে কথা বলে সে দাবি মেটাতে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত