ধর্মঘট নিয়ে সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেটাররা

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ১৬:১০

দেশের ক্রিকেটে বিভিন্ন অনিয়ম ও নিজেদের দাবি-দাওয়া নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের ক্রিকেটাররা। ১১ দফা দাবি নিয়ে করেছেন সংবাদ সম্মেলও।

২১ অক্টোবর (সোমবার) দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে নিজেদের দাবি-দাওয়া পেশ করলেন সাকিব–তামিম–মুশফিকসহ অন্যান্য ক্রিকেটাররা।

সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানান, ‘ঘরোয়া টুর্নামেন্টগুলোতে পারিশ্রমিক আগের মতো বাড়ানো হচ্ছে না। খেলার ভ্রমণের জন্য নূন্যতম যাতায়াতের ভালো ব্যবস্থা রাখা উচিত। হোটেলের জিম ব্যবস্থা, সুইমিং পুল ব্যবস্থা থাকতে হবে। এটা একজন পেশাদার ক্রিকেটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এছাড়া ক্রিকেটের পাইপলাইনও ঠিক করার ব্যাপারে জোর দেন সাকিব।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন তারা। ক্রিকেটারদের এ সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়ে গেল ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ।

সংবাদ সম্মেলনে সাকিবসহ, তামিম, মাহমুদউল্লাহ, মিরাজ, ইমরুল, সৌম্য, মুশফিক, সাইফউদ্দিন, এনামুল বিজয়, মুমিনুল, মিঠুন, জুনায়েদ সিদ্দিকী, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শফিউল ইসলাম, তাসকিন, মোস্তাফিজের মতো প্রথমসারির সব ক্রিকেটারই ছিলেন।

আরো আসছে....

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত