সাকিব-তামিমদের জায়গা হয়নি ‘দ্য হান্ড্রেডে’

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ১৪:৪৫

১০০ বলের ক্রিকেট নিয়ে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে নতুন এক টুর্নামেন্ট, ‘দ্য হান্ড্রেড’। এই টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের নাম এসেছিল। তাঁদের মধ্যে কে কোন দলে খেলবেন, সেটা নির্ধারণ করার জন্য গতকাল জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে হয়ে গেল খেলোয়াড় নির্বাচন। তাতে কোনো দল পাননি সাকিব-তামিমসহ বাংলাদেশের কোনো ক্রিকেটার।

তবে দল পেলেও যে সাকিব-তামিমরা নিশ্চিন্তে এই টুর্নামেন্ট খেলতে পারতেন, তাও কিন্তু না। ২০২০ সালের জুলাই-আগস্টে এই টুর্নামেন্ট হওয়ার সময়ে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ আছে বাংলাদেশের। তাই দল পেলেও তাঁদের অংশগ্রহণ অনিশ্চিত ছিল। বাংলাদেশি খেলোয়াড়দের দল না পাওয়ার পেছনে এটাও একটা বড় কারণ।

ইংলিশ ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এমন প্লেয়ারস ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। আট ফ্র্যাঞ্চাইজির এই টুর্নামেন্টে আগে থেকেই তিনজন করে ইংলিশ ক্রিকেটার বাছাই করে রেখেছিল প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। ১৫ জনের স্কোয়াডে ৩ জন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো, ম্যাচের মূল একাদশেও সর্বোচ্চ তিনজন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে। ক্রিকেটারদের নির্ধারিত ভিত্তিমূল্যের নিচে তাদের দলে নিতে পারবে না কোনো ফ্র্যাঞ্চাইজি—ড্রাফটের নিয়মকানুন ছিল এমনই।

শুধু সাকিব-তামিমই নন, দল পাননি মোস্তাফিজুর রহমান, লিটন দাস, ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। ওদিকে আন্তর্জাতিক তারকাদের মধ্যে ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা বা কাগিসো রাবাদার মতো ক্রিকেটারদেরও নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

এক নজরে ফ্র্যাঞ্চাইজি দল ও খেলোয়াড়-
ট্রেন্ট রকেটস:
জো রুট, রশিদ খান, ডি’আর্সি শর্ট, অ্যালেক্স হেলস, নাথান কোল্টার-নাইল, হ্যারি গার্নি, লুক রাইট, ডেভিড মালান

সাউদার্ন ব্রেভ:
জফরা আর্চার, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নার, লিয়াম ডসন, জেমস ভিন্স, শাদাব খান, টাইমাল মিলস, ক্রিস জর্ডান

নর্দার্ন সুপারচার্জার্স:
বেন স্টোকস, মুজিব- উর-রহমান, অ্যারন ফিঞ্চ, ক্রিস লিন, অ্যাডাম লিথ, আদিল রশিদ, ডেভিড উইলি

ওয়েলশ ফায়ার:
জনি বেয়ারস্টো, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, কলিন ইনগ্রাম, রবি রামপাল, কায়েস আহমেদ, লিয়াম প্লাঙ্কেট

ওভাল ইনভিন্সিবলস:
স্যাম কুরান, সুনিল নারাইন, জেসন রয়, স্যাম বিলিংস, সন্দ্বীপ লামিছানে, রিলি রুশো, টম কুরান, ক্রিস উড, ফাবিয়ান অ্যালেন

ম্যানচেস্টার অরিজিনাল:
জস বাটলার, ইমরান তাহির, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ওয়েইন পারনেল, মিচেল স্যান্টনার

লন্ডন স্পিরিট:
এওইন মরগান, ররি বার্নস, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ নবী, মোহাম্মদ আমির, মার্ক উড, জো ডেনলি, কাইল অ্যাবট, জেড ডার্নবাখ

বার্মিংহাম ফিনিক্স:
ক্রিস ওকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, কেন উইলিয়ামসন, রবি বোপারা, শাহীন শাহ আফ্রিদি, অ্যাডাম জাম্পা, ক্যামেরন ডেলপোর্ট

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত