এল ক্লাসিকো আগামী ডিসেম্বরে

প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৯, ১৩:০১

স্বাধীনতাকামী কাতালান নেতাদের জেলে ঢোকানোর প্রতিবাদে আবারও ফুঁসে উঠেছে বার্সেলোনা। চলছে বিক্ষোভ, দাঙ্গা। এ অবস্থায় বার্সেলোনা শহরে এসে এল ক্লাসিকো খেলাটা রিয়াল মাদ্রিদের জন্য ভালো না-ও হতে পারে। সে শঙ্কায় ক্লাসিকো হওয়ার তারিখ আনুষ্ঠানিকভাবে পিছিয়ে আগামী ডিসেম্বর করা হয়েছে।

আগামী ২৬ অক্টোবর বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে হওয়ার কথা ছিল মৌসুমের প্রথম এল ক্লাসিকো। কিন্তু অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতে সেই লড়াই হবে কি হবে না তা নিয়ে সংশয় দেখা দেয়। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তারিখ পেছানো নিয়ে একটি প্রস্তাবও রেখেছিল আরএফইএফ বরাবর। সেই প্রস্তাব বলা হয়েছে এবারের এলক্লাসিকো শুরু হবে আগামী ১৮ ডিসেম্বরে।

অবশ্য শুরুতে ক্যাম্প ন্যুয়ের পরিবর্তে নির্দিষ্ট তারিখে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম এল ক্লাসিকো আয়োজন করতে প্রস্তাব দিয়েছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু পরে দুই ক্লাবই রাজি হয়েছে সান্তিয়াগো বার্নাব্যুতে না খেলার জন্য। সেক্ষেত্রে তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে। 

এতে সম্মতি জানিয়ে সবার আগে বিবৃতি দিয়েছে বার্সেলোনা, ‘বার্সেলোনার ইচ্ছা ছিল আগামী ২৬ অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজেদের মাঠে এল ক্লাসিকো খেলার, যে তারিখ আগেই নির্ধারণ করা হয়েছিল। কিন্তু “বিশেষ অবস্থার”র কথা বিবেচনা করে লা লিগার সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচের তারিখ পুনর্নির্ধারিত করা হয়েছে। আমরা প্রস্তাব করছি, ম্যাচটি যেন ডিসেম্বরের ১৮ তারিখে আয়োজন করা হয়। যারা এর মধ্যেই ম্যাচের টিকিট কিনে ফেলেছেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ২১ তারিখ সোমবারের মধ্যে শুরু করা হবে।’

২৬ অক্টোবরের ক্লাসিকোটা ন্যু ক্যাম্পে নয়, বরং রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হোক, এ অনুরোধ করে স্প্যানিশ ফেডারেশনকে চিঠি পাঠিয়েছিল লা লিগা কর্তৃপক্ষ। বিনিময়ে লিগে পরের ক্লাসিকো বার্সেলোনার ন্যু ক্যাম্পে হবে। কিন্তু রিয়াল মাদ্রিদ এ প্রস্তাবে রাজি হয়নি। এ নিয়ে বার্সা জানায়, ‘গত বৃহস্পতিবার স্প্যানিশ ফেডারেশনকে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাচটা সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে আগ্রহী নয় বার্সেলোনা।’

বার্সেলোনার বিবৃতির কিছুক্ষণ পর রিয়াল মাদ্রিদও নিজেদের বিবৃতি দেয়, ‘স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ অক্টোবরের এল ক্লাসিকো পেছানো হয়েছে। বলা হয়েছিল দুই দলের সম্মতিক্রমে একটা নতুন তারিখ নির্ধারণ করা হবে। আগামী ১৮ তারিখে এক ক্লাসিকো আয়োজন করার জন্য রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, উভয় ক্লাবই প্রস্তাব দিচ্ছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত