১০০ বার বাংলাদেশকে সহযোগিতা করব: গাঙ্গুলি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৯, ১৭:২৯

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হতে যাওয়া সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘১০০ বার বাংলাদেশকে সহযোগিতা করব। বাংলাদেশকে সহযোগিতা না করলে আর কাকে করব। দ্বিপক্ষীয় সহযোগিতার সুযোগ আছে। আইসিসির আলোচনাতেও সহযোগিতা করতে পারি। কিছুদিন পরেই তো এখানে টেস্ট ম্যাচ খেলতে আসছে বাংলাদেশ। তখন বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হবে।’

গত ১৬ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় ইডেন গার্ডেনে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অফিসের (সিএবি) নিজ কক্ষে গণমাধ্যমকে একথা বলেন ভারতের এই সাবেক অধিনায়ক।

গণমাধ্যমের গমগম উপস্থিতি সৌরভের বিসিসিআই প্রধান হওয়া নিয়ে কলকাতা কতটা আনন্দের মাত্রা সেটা বোঝা যাচ্ছে। সিএবির নিজ কক্ষে সৌরভ ঢুকলেন কোনোমতে ভিড় ঠেলে। সেখানে সৌরভ বললেন বিসিসিআই প্রধান হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্কের ব্যাপারটি নিয়ে। বিসিবি সভাপতির অভিনন্দন-বার্তা পেয়েছেন, সেটা তিনি নিজেই জানালেন।

বাংলাদেশের ক্রিকেট নিয়ে সব সময়ই আগ্রহী সৌরভ। খোঁজ-খবর সব সময়ই রাখেন তিনি। গত বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে খুব ভালোমতোই এগিয়ে যাচ্ছে। তবে বোলিং আক্রমণটাকে ঠিক করতে হবে। বিশ্বকাপে ওটাই বাংলাদেশকে ডুবিয়েছে।’

আগামী মাসে ভারতের মাঠে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দুই টেস্টের একটি ভেন্যু সৌরভের ঘরের মাঠ ইডেন গার্ডেন। ইডেনে টেস্ট আয়োজনকে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ইতিমধ্যে নানা উদ্যোগও নিয়েছেন। কলকাতা টেস্টটাকে উৎসবের আমেজে রাঙিয়ে তোলার সব চেষ্টাই করছেন তিনি।

এক প্রতিবেদককে তিনি জিজ্ঞাসা করলেন পেসার তাসকিন আহমেদের কথা, ‘আচ্ছা তোমাদের ওই ছেলেটা কোথায়। ওই যে ডান হাতে জোড়ে বল করে। হ্যাঁ হ্যাঁ তাসকিন। চোট থেকে সুস্থ হয়ে ফিরেছে তো নাকি!’

সৌরভ গাঙ্গুলী বরাবরই কলকাতার রাজপুত্র। গর্ব। সেই প্রথম থেকেই। সুতরাং তিনি যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হলেন, তখন কলকাতায় একটা বাড়তি উচ্ছ্বাস থাকবে, আবেগের বাড়াবাড়ি থাকবে—এটা অনুমিতই। কিন্তু সৌরভ বিসিসিআইয়ের প্রধান হওয়ার পর বাংলাদেশের ক্রিকেট মহলেও যেন উচ্ছ্বাসের কোমতি নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত