দ্য হানড্রেড: সাকিব-তামিমের দাম ১ কোটি

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৯:৩০

সাহস ডেস্ক

আগামী গ্রীষ্মে ‘দ্য হানড্রেড’ নামে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই টুর্নামেন্টে বাংলাদেশের তারকা ক্রিকেটারদের থাকার বিষয়টি আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল বাংলাদেশের কজন ক্রিকেটার থাকছেন ‘দ্য হানড্রেড’ নামের এই টুর্নামেন্টের ড্রাফটে, তাঁদের পারিশ্রমিকই-বা কত।

আগামী ২০ অক্টোবর (রবিবার) হতে যাওয়া টুর্নামেন্টের ড্রাফটে থাকছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার—সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, আবু হায়দার ও তাসকিন আহমেদ।

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সাকিব ও তামিমের পারিশ্রমিক থাকছে সবচেয়ে বেশি। দুই তারকার ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যেটি ১ কোটি ৮ লাখ টাকার মতো। বাঁ হাতি পেসার মোস্তাফিজের ভিত্তিমূল্য ৬০ হাজার পাউন্ড বা ৬৪ লাখ টাকা। লিটন, ইমরুল ও মুশফিকের ভিত্তিমূল্য ৪০ হাজার পাউন্ড (৪৩ লাখ টাকা।) বাকি পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের নির্দিষ্ট কোনো ভিত্তিমূল্য নেই। তাঁদের ভিত্তিমূল্য হতে পারে আনুমানিক ৩০ হাজার পাউন্ড।

টুর্নামেন্টের ড্রাফটে এখনো পর্যন্ত ২৩৯ বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ড্রাফটের সবার ওপরে আছেন ক্রিস গেইল, কাগিসো রাবাদা, লাসিথ মালিঙ্গা, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্ক। সবার ভিত্তিমূল্য ১ লাখ ২৫ হাজার পাউন্ড বা ১ কোটি ৩৫ লাখ টাকার মতো। সব মিলিয়ে মোট ৫৭০ জন ক্রিকেটারের নাম আছে ড্রাফটে।

এখন থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বেছে নেবে ১২ ক্রিকেটারকে। টুর্নামেন্টে দল থাকবে আটটি। প্রথমবারের হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রতিটি দলের ইনিংস হবে ১০০ বলের। প্রথম ১৫ ওভার হবে ৬ বলের, শেষ ওভারটি হবে ১০ বলের।

সূত্র: প্রথমা আলো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত