সল্টলেক ফেরালেও মতিঝিল ফেরাবে না

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৬:৫৪

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে গতকাল ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেও কষ্টদায়ক ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। এই ড্র’তে হতাশায় ভুগছেন সমর্থক, খেলোয়াড়সহ প্রধান কোচ জেমি ডে। তবে দেশের মাটিতে ভারতকে হারাবেই বাংলাদেশ এমনটাই বলেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

১৫ অক্টোবর (মঙ্গলবার) কলকাতার সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে টাইগাররা।

আজ ১৬ অক্টোবর (বুধবার) টিম হোটেলে সকালের নাস্তা করতে করতে জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমাদের সবার মন খারাপ। খুব কস্ট পেয়েছি। জয়ের এত কাছে গিয়েও ফিরে আসতে হলো।’

জামাল ভূইয়া বলেন, ‘৯০ মিনিটের ম্যাচে ৪৬ মিনিট আমরা এগিয়েছিলাম। আমাদের সব কিছুই ঠিক ছিল। গোল আরেকটা হয়ে গেলে কিন্তু ভারত আর ম্যাচে ফিরতে পারতো না।’

খেলোয়াড়দের ক্লান্তি বা নার্ভাস নিয়ে অধিনায়ক বলেন, ‘আমাদের মধ্যে ক্লান্তি বা নার্ভাস কোনটাই ছিল না। সময় যখন শেষ হয়ে আসছিল তখন ভারত তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছিল ম্যাচে ফিরতে। তারা সফল হয়েছে। ফুটবলে এমন তো হয়ই। আমরা ভালো খেলেছি, জেতার মতো খেলেছি। জয়টা পাইনি।’

দর্শকের ভয় বা চাপ নিয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘আমাদের পারফরম্যান্সই প্রমান করে দর্শকরা আমাদের কোনো চাপে ফেলতে পেরেছিল কি পারেনি। ফুটবল বেশি দর্শকের সামনে খেলে আনন্দও আছে।’

সামনে ঢাকার ম্যাচ নিয়ে অধিনায়ক বলেন, ‘ঢাকায় আমরা জিতবো, হান্ড্রেড পার্সেন্ট। আগামী বছর ৪ জুন ম্যাচটি হবে। তার আগে আমরা আরো তিনটি ম্যাচ খেলবো। আগামী মাসেই আমাদের ম্যাচ আছে ওমানে। তাদের মাঠে গিয়ে আমাদের খেলতে হবে’

বাংলাদেশের থেকে র‌্যাংকিং ও শক্তিমত্তায় এগিয়ে ভারত। তারপরও কলকাতার মাটিতে তাদের বেশ চাপেই রেখেছিল জেমি ডের শিষ্যরা। ম্যাচের ৪২তম মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি কিকে সাদের হেডের গোলে ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত এগিয়েছিল লাল-সবুজরা। কিন্তু ম্যাচের দুই মিনিট বাকি থাকতেই আদিল খানের হেডে হতাশায় পুড়তে হয় বাংলাদেশকে। ম্যাচটি হয় ড্র।

ম্যাচটি হয় ড্র হলেও খেলোয়াড়দের উপর খুশি দেশবাসী, খুশি প্রধান কোচ জেমি ডেও। তবে আগামী বছরে এই ভারতের বিপক্ষে ঢাকায় হতে যাওয়া ম্যাচটি জিতবেই বাংলাদেশ এমন প্রত্যাশা জামাল ভূঁইয়াসহ দেশবাসীর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত