ভারতের বিপক্ষে ছেলেরা দুর্দান্ত খেলেছে: জেমি ডে

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৪:১৯

প্রধান কোচ জেমি ডে বলেছেন, ‘সবাই জানে ভারত কতটা শক্তিশালী। ম্যাচে ফেবারিট ছিল ভারতই। কিন্তু আমি ছেলেদের বলে দিয়েছি তোমরা উপভোগ করো। চাপ নিয়ো না। ছেলেরা সেটাই করেছে।’

১৫ অক্টোবর (মঙ্গলবার) বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ বাছাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশ ১-১ গোলে ড্র করার পর নিজের হতাশা ও জামাল ভূঁইয়াদের প্রশংসায় সাংবাদসম্মেলনে একথা বলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ।

জেমি ডে বলেন, ‘আমরা তিন পয়েন্ট পেতে পারতাম। দুর্ভাগ্যজনকভাবে এক পয়েন্ট পেয়েছি। শেষ মুহূর্তে গোল হজম করায় আমি হতাশ। তবে আমি জিততে পারলে খুশি হতাম।’

তিনি বলেন, ‘ছেলেদের নিয়ে গর্বিত। তারা ভারতের মাটিতে অনেক দর্শকের সামনে যে ফুটবল খেলেছে; এককথায় অসাধারণ। ভারতের সবাই ভেবেছিল যে তারা ম্যাচটি জিতবে। দ্বিতীয়ার্ধে আমরা কয়েকটি সুযোগ পেয়েছি। সেগুলো কাজে লাগাতে পারলে জয়টা নিশ্চিত হয়ে যেতো। সুযোগ নষ্টের কারণে আমি খুবই হতাশ।’

কোচ বলেন, ‘যদি পেছনে ফিরে বলি, ভারতে এসে ৭০ হাজার দর্শকের সামনে আমরা জয়ের আশা করিনি। পরিবেশ ছিল চমৎকার এবং আমি সত্যিই ছেলেদের আজকের রাতের পারফরম্যান্সে গর্বিত।’

তিনি বলেন, ‘ম্যাচে সাত মিনিট বাকি থাকতে সেট পিস থেকে গোল খেয়ে আমি হতাশ। হতাশ আমরা দ্বিতীয়ার্ধে দুটি গোল বঞ্চিত হওয়ার কারণেও। একটা সেভ হলো গোল লাইন থেকে, অন্যটা ক্রসবারে লাগল। অবশ্য আমরাও গোল লাইন থেকে একটা সেভ করেছি।’

জেমি ডে আরো বলেন, ‘র‌্যাঙ্কিংয়ে ৮৫ ধাপ (৮৩ ধাপ) ওপরে থাকা দলের বিপক্ষে এ ড্র আমাদের জন্য জয়ের সমান। আর এই ড্র’ই ম্যাচের সঠিক ফল।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত