বাংলাদেশ যুবাদের পারফরম্যান্সে খুশি বিসিবি

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ১৮:৩২

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘সবমিলিয়ে শ্রীলঙ্কায় (বাংলাদেশ যুবাদের) পারফরম্যান্স অনেক ভালো লেগেছে এই কারণে যে সেখানে অনেক কঠিন কন্ডিশন ছিল। অনেকটা প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও মিঠুনের দল যেভাবে খেলেছে তা লাল বলের খেলায় কাজে দেবে।’

১৫ অক্টোবর (মঙ্গলবার) সংবাদমাধ্যমকে যুবাদের পারফরম্যান্সে ভালোলাগা নিয়ে একথা বলেন নান্নু।

নান্নু বলেন, ‘খেলোয়াড়রা যথেষ্ট ভালো খেলেছে এবং এই ধরনের খেলা যদি ধারাবাহিকভাবে খেলতে পারে তাহলে লঙ্গার ভার্সন ক্রিকেটে আগামী সিরিজগুলোতে ভালো করতে পারবে এবং উন্নতি করতে পারবে।’

তিনি বলেন, ‘এই আনঅফিসিয়াল সিরিজের প্রথম দিকের খেলাগুলো বৃষ্টিতে ভেসে যাওয়ার পরে কিন্তু বেশ টাইট সূচি হয়েছে এবং আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে কিন্তু প্রায় আশি কিলোমিটার প্রতিদিন আশা যাওয়ার মধ্যে খেলা, একই ভেন্যুতে অনুশীলন করা, সবমিলিয়ে অনেক কঠিন কন্ডিশন গিয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের কিন্তু বিদেশ সফরের পারফরম্যান্স সবসময় আপ টু দা মার্ক হয়। সে হিসেবে যারা গিয়েছে তারা যথেষ্ট ভালো খেলেছে এবং এই বিদেশের অভিজ্ঞতা তারা কাজে লাগাতে পারবে বলে আমার মনে হয়।’

নান্নু আরো বলেন, ‘আমরা দেশের মাটিতে যে ধরনের ক্রিকেট খেলি বাইরে কিন্তু সেটা খেলতে পারি না। ধারাবাহিকভাবে এই সফরটি যদি হয় তাহলে এটা আমাদের খেলোয়াড়দের জন্য অনেক বড় সুযোগ, অনেক বড় প্ল্যাটফর্ম ভালো পারফর্ম করার জন্য এবং আমার বিশ্বাস যে এবার যে অভিজ্ঞতা তারা পেয়েছে ম্যাচগুলতে, এটা অনেক কাজে লাগবে সামনে।’

প্রসঙ্গত, শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ আনঅফিসয়াল ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ যুবারা। এর আগে আনঅফিসয়াল টেস্ট সিরিজে ড্র করেছিলেন মুমিনুল হকরা। সবমিলিয়ে লঙ্কান যুবাদের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের পারফরম্যান্সে বেশ খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত