ক্রিকেটে পরিবর্তন, আইসিসিকে নিশামের খোঁচা

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ১৬:০০

ক্রিকেটে পরিবর্তন এনেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে টাই হওয়ায় বাউন্ডারির হিসাবে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ইংল্যান্ড। এরপরই সমালোচনায় পড়তে হয় আইসিসিকে। এই সমালোচনা কাটিয়ে এখন থেকে সুপার ওভারে টাই হলেও সে ম্যাচটি টাই বলেই নির্ধারণ হবে বলে জানিয়েছে আইসিসি।

দুবাইতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভা শেষে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে ভবিষ্যতে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সুপার ওভার শেষে জয়ী দল নির্ধারণে আর বাউন্ডারির হিসেব আনা হবে না বলে আইন করা হয়। এখন থেকে সুপার ওভারেও যদি দু’দল সমান রান করে, তবে একদল না জেতা পর্যন্ত সুপার ওভার হতেই থাকবে।

এদিকে এখন থেকে বিশ্বকাপে ২০ ওভার অথবা ৫০ ওভারের ম্যাচে গ্রুপ পর্বের খেলাতেও টাই হলে সুপার ওভারে গড়াবে। এর আগে শুধু নকআউট পর্বের জন্য এই নিয়ম ছিল। আর গ্রুপ পর্বের খেলা সুপার ওভারে গড়ালে সেখানেও টাই হলে ম্যাচটি টাই বলেই নির্ধারণ হবে।

আইসিসির সব ধরনের টুর্নামেন্টেই আর এটি ব্যবহৃত হবে না বলে সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে, ‘গ্রুপ পর্যায়ে যদি সুপার ওভার টাই হয় তবে ম্যাচও টাই হয়েছে বলে ধরে নেওয়া হবে। আর সেমি ফাইনাল ও ফাইনালে একটিই পরিবর্তন আসছে। সেটা ক্রিকেটের একদম মৌলিক নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হয়েছে, প্রতিপক্ষের চেয়ে বেশি রান করতে হবে। যতক্ষণ কেউ প্রতিপক্ষের চেয়ে বেশি রান না নিচ্ছে, ততক্ষণ নতুন সুপার ওভার হবে।’

নিয়ম পরিবর্তন হওয়ার পর বিশ্বকাপে সুপার ওভারে ব্যাট করা জিমি নিশাম আইসিসিকে খোঁচা দিয়ে বলেন, ‘এরপরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: টাইটানিকের জন্য ভালো দুরবিন দেওয়া যাতে আইসবার্গ ভালো করে দেখা যায়।’

নিউজিল্যান্ডের সাবেক ব্যাটিং কোচ ম্যাকমিলান টুইটে লিখেছেন, ‘বড় দেরি হয়ে গেল।’ এরপর যে সিদ্ধান্তের কারণে ম্যাচ টাই হয়েছিল সে সিদ্ধান্তও বদলানোর কথা ভেবে দেখতে বলেছেন ম্যাকমিলান।

মার্টিন গাপটিলের থ্রো বেন স্টোকসের ব্যাটে লেগে সীমানা পেরিয়ে গেলে বাড়তি চার রান পেয়েছিল ইংল্যান্ড। ম্যাকমিলান তাই প্রশ্ন রেখেছেন, ‘এবার অন্য সমস্যাগুলোর কথা ভাবা যায় কি আইসিসি... ব্যাটসম্যানের গায়ে বল লাগলে বা দিক পরিবর্তন করলে ডেড বল ঘোষণা করা।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত