ভারতীয় ক্রিকেটের বড় কর্তা সৌরভ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৯, ১২:২৭

ক্রিকেটে অফ সাইডের ঈশ্বর বলা হয় তাকে। খেলোয়াড়ি জীবনে সবসময়ই ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। নেতৃত্ব নিয়ে ঘরের বাইরের মাঠে দলকে নিয়ে গিয়েছেন অন্য এক মাত্রায়। দেশের বাইরে ভারতীয় দলের চোখ রাঙ্গানোর ফর্মূলাটা তারই শুরু করা। এবার দায়িত্ব নিচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের। তিনি প্রিন্স অফ কলকাতা সৌরভ গাঙ্গুলী।

রবিবার (১৪ অক্টোবর) সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে দেশটির অন্যান্য রাজ্যের বোর্ডগুলোর সদস্যরা সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট করার বিষয়টি চূড়ান্ত করেন।

সৌরভ গাঙ্গুলী বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন। আছে বিসিসিআই-এর হয়ে কাজ করার অভিজ্ঞতাও। বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন ভারতের ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।

তার সাথে সাথে বোর্ডে সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। আর কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেতে পারেন সাবেক বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ ধুমাল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত